পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Calcutta HC Fines Cops: মিথ্যা মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশকে 2 লক্ষ টাকা জরিমানা হাইকোর্টের

মিথ্যা মাদক মামলায় ফাঁসানোর অভিযোগে পুলিশকে 2 লক্ষ টাকা জরিমানা করল কলকাতা হাইকোর্ট ৷ কংগ্রেস কর্মীর দায়ের করা মামলায় এই নির্দেশ দিয়েছেন বিচারপতি শম্পা সরকার ।

Calcutta High Court file pic
কলকাতা হাইকোর্ট

By

Published : Apr 25, 2023, 10:18 PM IST

আইনজীবী কৌস্তভ বাগচী

কলকাতা, 25 এপ্রিল: মিথ্যা মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ পুলিশের বিরুদ্ধে নতুন নয় । এই নিয়ে আকছার অভিযোগ শুনতে পাওয়া যায় । কিন্তু মিথ্যা মাদক মামলায় ফাঁসানোর অভিযোগে পুলিশকে দু'লক্ষ টাকা জরিমানার নির্দেশ সাধারণত দেখা যায় না । সেই নির্দেশই দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি শম্পা সরকার । কংগ্রেস কর্মীর দায়ের করা মামলায় এই নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফে। টিটাগড় থানার দোষী পুলিশ আধিকারিকদের জরিমান দিতে হবে। ব্যারাকপুর কমিশনারেটের কমিশনার তদন্ত করে নিশ্চিত করবেন যে এই মিথ্যা মাদক মামলায় ফাঁসানোর দায় কোন পুলিশকর্মীর । যে বা যারা দোষী সাব্যস্ত হবেন তারা নিজের অর্থ থেকে জরিমানা দেবেন । এমনটাই নির্দেশ বিচারপতি শম্পা সরকারের ।

আদালত সূত্রে জানা গিয়েছে, 2022 সালের 9 মার্চ বিশাল শুক্লাকে তাঁর দোকান থেকে তুলে নিয়ে যায় টিটাগড় থানার পুলিশ । পরের দিন তাঁকে মাদক মামলায় গ্রেফতার করা হয় । বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ থেকে আগেই জামিন পান বিশাল । এফআইআর খারিজের জন্য মামলা পাঠানো হয় নির্দিষ্ট বেঞ্চে । গত পৌরসভা নির্বাচনে ব্যারাকপুর কর্পোরেশনের 20 নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী রাকেশ শুক্লার নির্বাচনী এজেন্ট ছিলেন বিশাল শুক্লা ।

এই ব্যাপারে আইনজীবী কৌস্তভ বাগচী জানান, ব্যারাকপুর পৌরসভার কংগ্রেস প্রার্থী খুব কম ব্যবধানে হেরে যান । কাকার ছেলে বিশাল ছিল তাঁর নির্বাচনী এজেন্ট । তাঁকে টার্গেট করা হয় । 9 এপ্রিল 2022 সালে তাঁকে তুলে নিয়ে যাওয়া হয় । পরের দিন তাঁর বিরুদ্ধে ভুয়ো এনডিপিএসের একটা কেস দিয়ে দেওয়া হয় । তাঁর মা পুলিশকে জানিয়েছিলেন যাতে সমস্ত সিসিটিভি ফুটেজ সংরক্ষণ ও খতিয়ে দেখা হয় । কিন্তু পুলিশ তাতে কর্ণপাত করেনি । বাধ্য হয়ে আদালতের দ্বারস্থ হতে হয় তাদের । তিনি বলেন, "দীর্ঘদিন ধরে এই মামলার শুনানি হয় । গত অক্টোবর মাসে বিশাল জামিনও পান । কিন্তু পুলিশের বিরুদ্ধে যে সমস্ত ত্রুটির অভিযোগ আমরা করেছিলাম আদালতের মনে হয়েছে তার যৌক্তিকতা রয়েছে ৷ সেই কারণেই বিচারকের পুলিশকে 2 লক্ষ টাকা জরিমানা দেওয়ার নির্দেশ।"

আরও পড়ুন:রবীন্দ্রভারতীতে রাজনৈতিক দলের বেআইনি নির্মাণ ভাঙার নির্দেশ হাইকোর্টের

ABOUT THE AUTHOR

...view details