কলকাতা, 25 এপ্রিল: মিথ্যা মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ পুলিশের বিরুদ্ধে নতুন নয় । এই নিয়ে আকছার অভিযোগ শুনতে পাওয়া যায় । কিন্তু মিথ্যা মাদক মামলায় ফাঁসানোর অভিযোগে পুলিশকে দু'লক্ষ টাকা জরিমানার নির্দেশ সাধারণত দেখা যায় না । সেই নির্দেশই দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি শম্পা সরকার । কংগ্রেস কর্মীর দায়ের করা মামলায় এই নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফে। টিটাগড় থানার দোষী পুলিশ আধিকারিকদের জরিমান দিতে হবে। ব্যারাকপুর কমিশনারেটের কমিশনার তদন্ত করে নিশ্চিত করবেন যে এই মিথ্যা মাদক মামলায় ফাঁসানোর দায় কোন পুলিশকর্মীর । যে বা যারা দোষী সাব্যস্ত হবেন তারা নিজের অর্থ থেকে জরিমানা দেবেন । এমনটাই নির্দেশ বিচারপতি শম্পা সরকারের ।
আদালত সূত্রে জানা গিয়েছে, 2022 সালের 9 মার্চ বিশাল শুক্লাকে তাঁর দোকান থেকে তুলে নিয়ে যায় টিটাগড় থানার পুলিশ । পরের দিন তাঁকে মাদক মামলায় গ্রেফতার করা হয় । বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ থেকে আগেই জামিন পান বিশাল । এফআইআর খারিজের জন্য মামলা পাঠানো হয় নির্দিষ্ট বেঞ্চে । গত পৌরসভা নির্বাচনে ব্যারাকপুর কর্পোরেশনের 20 নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী রাকেশ শুক্লার নির্বাচনী এজেন্ট ছিলেন বিশাল শুক্লা ।