পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

SSC Recruitment Scam: প্রার্থী পেয়েছিলেন শূন্য, সেটাই হয়েছে 53; সিবিআইয়ের দেওয়া তথ্যে চোখ কপালে বিচারপতির - অভিজিৎ গঙ্গোপাধ্যায়

শিক্ষক নিয়োগের পরীক্ষায় (SSC Recruitment Scam) প্রার্থী পেয়েছিলেন শূন্য ৷ তবে এসএসসি-র তালিকায় সেই নম্বরই হয়ে গিয়েছে 53 ৷ সিবিআই এই তথ্য পেশ করার পর চোখ কপালে উঠেছে হাইকোর্টের (Calcutta HC) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ।

Calcutta HC awestucks to know that candidates who actually got zero were given 53 marks in SSC list
প্রার্থী পেয়েছিলেন শূন্য, সেটাই হয়ে গিয়েছে 53; সিবিআইয়ের দেওয়া তথ্যে চোখ কপালে

By

Published : Dec 6, 2022, 12:34 PM IST

কলকাতা, 6 ডিসেম্বর: গাজিয়াবাদ থেকে উদ্ধার হয়েছিল এসএসসি-র মূল হার্ড ডিস্ক ৷ তার থেকে পাওয়া নথির নমুনা দেখে চোখ কপালে উঠেছে কলকাতা হাইকোর্টের (Calcutta HC) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ।

সিবিআইয়ের থেকে পাওয়া নমুনা হিসেবে 20 জনের নামের তালিকা খতিয়ে দেখার পর এ দিন মামলাকারীর আইনজীবী (SSC Recruitment Scam) একটি চার্ট দেন আদালতকে । সেখানে দেখা যাচ্ছে, ওই 20 জনের মধ্যে 10 জন শূন্য পেয়েছে । অথচ এসএসসি র তালিকায় তাঁদের প্রাপ্ত নম্বর 53 । বাকি 10 জনের ক্ষেত্রে একেক জন এক বা দুই পেলেও এসএসসি-র তালিকায় তাঁদের প্রাপ্ত নম্বর 51 বা 52 ।

আরও পড়ুন:ধর্ষণ ঠেকাতে গ্রাম বাংলায় 'আলো জ্বালাতে' উদ্যোগী হল হাইকোর্ট

এখানেই শেষ নয় ৷ ওয়েটিং লিস্টের প্রার্থীরাও প্রকৃতপক্ষে এক বা দুই পেলেও, এসএসসি র তালিকায় তাঁদের প্রাপ্ত নম্বর 49 । এই অবস্থায় আজই এসএসসি এই 20 জনের নাম ও রোল-সহ তালিকা প্রকাশ করবে । আর যাঁদের নাম প্রকাশ করা হচ্ছে, তাঁরা মামলায় যুক্ত হতে চাইলে লিখিতভাবে নিজেদের প্রাপ্ত নম্বরের নথি-সহ 16 ডিসেম্বরের মধ্যে যোগাযোগ করবে । ওই দিন এই মামলার পরবর্তী শুনানি ।

ABOUT THE AUTHOR

...view details