পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Calcutta High Court: চাকরি দেওয়ার নামে ঘুষ নেওয়ার অভিযোগ, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশে আটক হাইকোর্টের কর্মী - বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

চাকরি দেওয়ার নামে প্রতারণা ও টাকা নেওয়ার অভিযোগ ৷ অভিযুক্ত কলকাতা হাইকোর্টের একজন কর্মীকে ৷ ওই কর্মীর বিরুদ্ধে এফআইআর করে পুলিশকে তদন্ত করতে নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ।

Calcutta High Court
Calcutta High Court

By

Published : Jul 4, 2023, 6:55 PM IST

Updated : Jul 4, 2023, 7:15 PM IST

কলকাতা, 4 জুলাই: স্কুলে চাকরি দেওয়ার নাম করে লক্ষাধিক টাকা নেওয়ার অভিযোগ এবার কলকাতা হাইকোর্টের এক কর্মীর বিরুদ্ধে । তাঁর বিরুদ্ধে এফআইআর করে পুলিশকে তদন্ত করতে নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ।

হাইকোর্ট সূত্রে জানা যাচ্ছে, বেহালার বাসিন্দা হরেকৃষ্ণ রণজিৎ ৷ তিনি দৃষ্টিহীন ৷ 2009 সালে তিনি চাকরির পরীক্ষা দিয়েছিলেন ৷ স্বপন জানা নামে হাইকোর্টের তাঁকে স্কুলে গ্রুপ-ডি তে চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন ৷ এর জন্য তিনি 1 লক্ষ 25 হাজার টাকা বলে দাবি করেন । তিনি হরেকৃষ্ণকে জানান, মামলা করতে হবে ৷ তার পর সেই মামলার দ্রুত শুনানির মাধ্যমে নিয়োগের রায় বের হবে ৷ সেই কারণে দু’দফায় হরেকৃষ্ণের কাছ থেকে 45 হাজার টাকা নেন হাইকোর্টের অরিজিনাল সাইডের কারেন্ট রেকর্ড ডিপার্টমেন্টের ওই কর্মী ।

ওই ব্যক্তির দাবি, তিনি প্রতারণার স্বীকার হয়েছেন ৷ তাই তিনি কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন ৷ মঙ্গলবার সেই মামলার শুনানি হয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে ৷ এ দিন অভিযোগ শুনেই এজলাসে ডাকিয়ে আনা হয় ওই কর্মীকে । তিনি অবশ্য টাকা নেওয়ার কথা অস্বীকার করেন ৷ তবে অনলাইনে টাকা দেওয়া হয়েছে বলে নথি দেখান অভিযোগকারী ।

বিচারপতি বক্তব্য শোনার পর ডেপুটি শেরিফের হাতে ওই ব্যক্তিকে তুলে দিয়ে এই নিয়ে ব্যবস্থা নিতে বলেন ৷ তাঁর নির্দেশ, ওই অভিযুক্তকে রেজিস্ট্রার ভিজিলেন্সের কাছে হাজির করে তাঁর বিরুদ্ধে আজই এফআইআর করতে হবে ৷ প্রয়োজনে পুলিশ তদন্ত করে গ্রেফতার করুক অভিযুক্তকে ৷

নিয়োগ দুর্নীতি নিয়ে বছরখানেক ধরে হইচই চলছে রাজ্যে ৷ বিশেষ করে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একাধিক নির্দেশ ও মন্তব্য নিয়ে হইচই হয়েছে ৷ এবার কলকাতা হাইকোর্টের এক কর্মীর বিরুদ্ধে চাকরি দেওয়ার নাম করে তোলাবাজির অভিযোগ উঠল ৷

আরও পড়ুন:বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশে 10 বছর পর চাকরি পাচ্ছেন টেট প্রার্থী আমনা পারভিন

Last Updated : Jul 4, 2023, 7:15 PM IST

ABOUT THE AUTHOR

...view details