কলকাতা, 4 জুলাই: স্কুলে চাকরি দেওয়ার নাম করে লক্ষাধিক টাকা নেওয়ার অভিযোগ এবার কলকাতা হাইকোর্টের এক কর্মীর বিরুদ্ধে । তাঁর বিরুদ্ধে এফআইআর করে পুলিশকে তদন্ত করতে নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ।
হাইকোর্ট সূত্রে জানা যাচ্ছে, বেহালার বাসিন্দা হরেকৃষ্ণ রণজিৎ ৷ তিনি দৃষ্টিহীন ৷ 2009 সালে তিনি চাকরির পরীক্ষা দিয়েছিলেন ৷ স্বপন জানা নামে হাইকোর্টের তাঁকে স্কুলে গ্রুপ-ডি তে চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন ৷ এর জন্য তিনি 1 লক্ষ 25 হাজার টাকা বলে দাবি করেন । তিনি হরেকৃষ্ণকে জানান, মামলা করতে হবে ৷ তার পর সেই মামলার দ্রুত শুনানির মাধ্যমে নিয়োগের রায় বের হবে ৷ সেই কারণে দু’দফায় হরেকৃষ্ণের কাছ থেকে 45 হাজার টাকা নেন হাইকোর্টের অরিজিনাল সাইডের কারেন্ট রেকর্ড ডিপার্টমেন্টের ওই কর্মী ।
ওই ব্যক্তির দাবি, তিনি প্রতারণার স্বীকার হয়েছেন ৷ তাই তিনি কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন ৷ মঙ্গলবার সেই মামলার শুনানি হয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে ৷ এ দিন অভিযোগ শুনেই এজলাসে ডাকিয়ে আনা হয় ওই কর্মীকে । তিনি অবশ্য টাকা নেওয়ার কথা অস্বীকার করেন ৷ তবে অনলাইনে টাকা দেওয়া হয়েছে বলে নথি দেখান অভিযোগকারী ।