কলকাতা, 6 জুলাই: 24 ঘণ্টার মধ্যে পূর্ব মেদিনীপুরের স্পর্শকাতর এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট ৷ শুক্রবার এই নির্দেশ দিয়েছেন হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ৷ এ দিন এক মামলার শুনানি চলাকালীন বিএসএফের আইজি-কে এই নির্দেশ দেন প্রধান বিচারপতি ৷
কলকাতা হাইকোর্টে এ দিন এক মামলার শুনানিতে প্রধান বিচারপতি এই নির্দেশ দিয়েছেন ৷ পাশাপাশি ওই মামলায় নির্বাচনের মুখে পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপারকে বদলির যে অভিযোগ করা হয়েছিল, সেটাও খারিজ করেছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ । কারণ, পূর্ব মেদিনীপুরের বেশ কিছু জায়গা কমিশন ইতিমধ্যে চিহ্নিত করেছে । পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তার ব্যবস্থাও করা হয়েছে ।
এ দিন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দায়ের করা মামলায় তাঁর তরফে আইনজীবী শ্রীজীব চক্রবর্তী বলেন, ‘‘রাজ্যের মুখ্যসচিব ‘সরাসরি মুখ্যমন্ত্রী’ নামে এক প্রোগ্রাম চালু করার বিজ্ঞপ্তি জারি করে 8 জুন । যেখানে তৃণমূলের দিদিকে বলো কর্মসূচির ফোন নম্বর ব্যবহার করা হয়েছে ৷ সরকারি প্রকল্পে পার্টির ফোন নম্বর ব্যবহার করা হয় কী করে ?’’ এই শুনে প্রধান বিচারপতি প্রশ্ন করেন, ‘‘কমিশন কিছু পদক্ষেপ নেয়নি ?’’