কলকাতা, 4 জানুয়ারি: সিঙ্গুরের জমি ফেরত নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল কলকাতা হাইকোর্ট । 4 সপ্তাহের মধ্যে রাজ্যকে তাদের অবস্থান জানিয়ে রিপোর্ট জমা দিতে হবে ৷ বৃহস্পতিবার এমনটাই নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ । সিঙ্গুরের জমি ফেরত চেয়ে মামলা হয়েছিল হাইকোর্টে । শুধু জমি ফেরতই নয়, জমিগুলিকে আগের অবস্থায় ফিরিয়ে দিতে হবে- এমন দাবিও করা হয়েছে ৷
এই দাবি জানিয়ে ভারতীয় শান্তি দল নামে একটি সংগঠন হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দারস্থ হয়েছে । আগে সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল, জমিদাতা কৃষকদের ক্ষতিপূরণ-সহ জমি ফেরতের বিষয় বিবেচনা করবে রাজ্য। আবেদনকারীদের দাবি, শীর্ষ আদালতের নির্দেশের পরও রাজ্যের কাছে বহুবার আবেদন করে কোনও সাড়া পাওয়া যায়নি । তাই তাঁরা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন ।
উল্লেখ্য, 2006 সালের 18 মে পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এবং তৎকালীন শিল্পমন্ত্রী নিরুপম সেনের সঙ্গে বৈঠক করেন টাটা গোষ্ঠীর চেয়ারম্যান রতন টাটা ৷ এই বৈঠকের মাধ্যমে সিঙ্গুরে ন্যানো গাড়ির কারখানা তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই কারখানা গড়ার জন্য 2006 সালে প্রায় 997 একর জমি অধিগ্রহণ করে রাজ্য সরকার ।