কলকাতা, 15 ডিসেম্বর : এবার নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019-এর পক্ষে পথে নামতে চলেছে রাজ্য BJP । 23 ডিসেম্বর কলকাতায় মিছিল করবে তারা । একই দিনে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গেও মিছিল হবে । আজ সাংবাদিক বৈঠকে একথা জানালেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ।
নাগরিকত্ব আইনের পক্ষে 23 ডিসেম্বর কলকাতায় মিছিল BJP-র - Citizenship Amendment Act
23 ডিসেম্বর কলকাতায় মিছিল করবে BJP ।
নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019-এর প্রতিবাদে লাগাতার বিক্ষোভ চলছে অসম, মেঘালয়, ত্রিপুরায় । শুক্রবার দুপুর থেকে বিক্ষোভ শুরু হয়েছে পশ্চিমবঙ্গে । মুর্শিদাবাদ, হুগলি, হাওড়া, বীরভূম সহ একাধিক জায়গায় বাস, ট্রেন অবরোধ করে বিক্ষোভকারীরা । বিষয়টির প্রতিবাদ জানিয়ে জেলায় জেলায় বিক্ষোভ কর্মসূচি পালন করবে BJP । পাশাপাশি BJP-র মণ্ডলগুলিতে সভা করার কথাও ভাবা হয়েছে বলে জানানো হয় । এবিষয়ে দিলীপ ঘোষ বলেন, "পুরোপুরি তৃণমূল পরিকল্পিত ভাবে করেছে । যদি তা না হত অসমের মতো বন্ধ হয়ে যেত । এভাবে তো চলতে পারে না, আমরা এর প্রতিবাদে মিছিল করব ।" পাশপাশি BJP-র পক্ষ থেকে রাজ্যপালের হস্তক্ষেপ চাওয়ার বিষয়ে তিনি বলেন, "আমি রাজ্যপালের কাছে যাব । এভাবে চলতে পারে না । দরকারে কেন্দ্রের কাছে রিপোর্ট দেব । এভাবে মানুষ বাঁচতে পারে না । আর আদতে যারা বিক্ষোভ করছে তারা সম্পত্তি ধ্বংস করছে । রাজ্য সরকার চাইছে ঘটনাটা বাড়ুক ।"
নাগরিকত্ব (সংশোধনী) আইন মানবেন না বলে মুখ্যমন্ত্রীর বক্তব্যকে অসাংবিধানিক বলছে BJP । এই নিয়ে আদালতের তারা দ্বারস্থ হচ্ছে । তাদের পক্ষ থেকে সোমবার করা হতে পারে জনস্বার্থ মামলা । যেকারণে তারা জোগাড় করছে মুখ্যমন্ত্রীর বক্তব্যের CCTV ফুটেজ ।