কলকাতা, 26 অক্টোবর: এনসিসি (NCC) বিতর্কে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও রাজ্য সরকারকেই কাঠগড়ায় তুলল বিজেপি (BJP) ৷ গেরুয়া শিবিরের কেন্দ্রীয় নেতা অমিত মালব্য (Amit Malviya) এই নিয়ে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দেগেছেন ৷ অন্যদিকে বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar) দাবি, রাজ্য সরকার চায় না এখানে এনসিসি-র ক্য়াম্প হোক ৷ বরং এই রাজ্যে মৌলবাদী সংগঠনগুলির ক্যাম্প হলে খুশি হবে সরকার ৷
প্রসঙ্গত, গত 6 অক্টোবর এনসিসি-র ডিরেক্টর জেনারেলকে চিঠি লেখেন পশ্চিমবঙ্গ ও সিকিম ডিরেক্টরেটের অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল ইন চার্জ ইউ এস সেনগুপ্ত ৷ বুধবার সেই চিঠির বিষয়টি প্রকাশ্যে এসেছে ৷ ওই চিঠি অনুযায়ী, প্রতি বছর এনসিসি-র জন্য যা বাজেট বরাদ্দ হয় ৷ তার 75 শতাংশ দেয় কেন্দ্রীয় সরকার ও 25 শতাংশ দেয় রাজ্য সরকার ৷ চলতি 2022-23 আর্থিক বছরে পশ্চিমবঙ্গ সরকার তাদের ভাগের সব টাকা দেয়নি ৷
অভিযোগ, এর জেরে এবার আর নতুন করে কারও নাম এনসিসি-তে নথিভুক্ত করানো হচ্ছে ৷ কারণ, নতুন করে প্রশিক্ষণ শিবির আয়োজন করা যাবে না ৷ যারা নাম নথিভুক্ত করিয়েছে, তাদের সকলকে প্রশিক্ষণ শিবিরে (NCC Camp) নিয়ে যাওয়া সম্ভব নয় ৷ সেই কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে ৷
বিষয়টি সামনে আসতেই হইচই পড়ে গিয়েছে বিভিন্ন মহলে ৷ যেহেতু অভিযোগের আঙুল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে ৷ তাই আসরে নেমে পড়েছে বিজেপি ৷ বিজেপির আইটি সেলের প্রধান তথা পশ্চিমবঙ্গের সহ পর্যবেক্ষক অমিত মালব্য এদিন এই নিয়ে টুইট করেছেন ৷ টুইটে অমিত লিখেছেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিষ্ঠান ধ্বংস করছেন এবং যুবকদের কেরিয়ার নষ্ট করছেন ৷ পশ্চিমবঙ্গ সরকার টাকা না দেওয়ায় বাংলায় এনসিসি ক্যাডেটদের ভুগতে হবে ৷’’