পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দমদমে BJP কার্যালয়ে হামলা, আক্রান্ত ৩

আজ দমদমে BJP-র কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর করে দুষ্কৃতীরা । BJP-র অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই হামলা চালিয়েছে।

BJP নেতা চণ্ডীচরণ রায়

By

Published : Apr 19, 2019, 7:55 PM IST

Updated : Apr 19, 2019, 8:09 PM IST

দমদম, 19 এপ্রিল : দমদমে BJP-র নির্বাচনী কার্যালয় ভাঙচুর করল দুষ্কৃতীরা । আজ দুপুরে একদল দুষ্কৃতী পার্টি অফিসে ভাঙচুর চালায় । সেই সময় অফিসে আলোচনা চলছিল । BJP কর্মীদের অভিযোগ, দুষ্কৃতীরা লাঠি নিয়ে তাঁদের উপর চড়াও হয়। ব্যাপক মারধর করে। চেয়ার টেবিল ভাঙচুর করে। ঘটনায় 3 জন জখম হন । গুরুতর আহত হয়েছেন উত্তর শহরতলির BJP-র জেলা সম্পাদক চণ্ডীচরণ রায় । মেরে তাঁর মাথা ফাটিয়ে দেওয়া হয়। রক্তাক্ত অবস্থায় তাঁকে হাসপাতালে ভরতি করা হয় ।

ঘটনার প্রত্যক্ষদর্শী তথা BJP-র দমদম মণ্ডল সভাপতি বলেন, "তখন পার্টি অফিসে আলোচনা চলছিল। চণ্ডী বাইরে ছিল। ওকে হঠাৎ করে বাঁশ নিয়ে মারতে শুরু করে। যারা এসেছিল তারা তৃণমূল আশ্রিত দুষ্কৃতী। চণ্ডীকে বাঁচাতে গিয়ে আরও দু'জন আক্রান্ত হয় । পুলিশকে বারবার বলা সত্ত্বেও আমরা নিরাপত্তা পাচ্ছি না । পুলিশকে তদন্ত করতে ও দুষ্কৃতীদের চিহ্নিত করতে বলেছি । নাহলে আমরা আন্দোলনে নামব ।"

আক্রান্ত কর্মীকে দেখতে হাসপাতালে যান দমদমের BJP প্রার্থী শমীক ভট্টাচার্য । তিনি এই ঘটনার নিন্দা করেন । তিনি দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান। এলাকার BJP কর্মীদের দাবি স্থানীয় পৌরপ্রধান হরেন্দ্র সিংহের অনুগামীরা BJP-র কার্যালয় ভাঙচুরের সঙ্গে জড়িত । যদিও তৃণমূলের পক্ষ থেকে এই হামলা ও BJP কর্মীদের মারধরের ঘটনার কথা অস্বীকার করা হয়েছে।

Last Updated : Apr 19, 2019, 8:09 PM IST

ABOUT THE AUTHOR

...view details