কলকাতা, 13 অগস্ট:লোকসভা ভোটে বিজেপির পাখির চোখ যে বাংলা, তা নাড্ডার সফর থেকেই স্পষ্ট ৷ শনিবারের পর রবিবারও রাজ্য বিজেপি নেতাদের সঙ্গে কলকাতায় দফায় দফায় বৈঠক করেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ৷ সেই বৈঠক থেকেই রাজ্য নেতৃত্বকে বুথ স্তরে সংগঠনকে আরও বেশি মজবুত করারও স্পষ্ট বার্তা দিয়েছেন নাড্ডা ৷ অন্তত রাজ্য বিজেপি নেতৃত্বের দাবি এমনটাই ৷
সূত্রের খবর, এদিন রাজ্য বিজেপি নেতাদের সঙ্গে বৈঠকে 2024 সালের লোকসভা নির্বাচনের আগে বুথ স্তরে সংগঠনকে শক্তিশালী করতে বলেছেন জেপি নাড্ডা। একই সঙ্গে, দলের রাজ্য নেতৃত্বকে আরও বেশি করে মানুষের কাছে পৌঁছে যেতেও বলেছেন তিনি। বৈঠকে উপস্থিত ছিলেন দলের রাজ্য পদাধিকারীরা, বিধায়ক ও সাংসদরা। রাজ্য বিজেপির এক শীর্ষ নেতা জানান, জেপি নাড্ডা বর্তমানে রাজ্যে দলের সাংগঠনিক শক্তির হালহকিকত সম্পর্কে খোঁজ-খবর নিয়েছেন।
তিনি দলের পঞ্চায়েত ভোটের পারফরম্যান্সের প্রতিবেদনগুলি দেখেছিলেন ৷ গত লোকসভা নির্বাচন এবং বিধানসভা নির্বাচনে বিজেপি যেখানে ভাল পারফরম্যান্স করেছে, সেখানে ভোটের হার কমে যাওয়ার বিষয়েও খোঁজ নিয়েছেন তিনি। বিজেপি নেতার দাবি, দলের সর্বভারতীয় সভাপতি রাজ্য নেতাদের সাফ জানিয়েছেন, কেন্দ্রের গৃহীত একাধিক উন্নয়নমূলক কাজের সঙ্গে জনগণের পরিচয় করাতে হবে ৷ মানুষের কাছে পৌঁছে দিতে হবে সেই সব উন্নয়নমূলক কাজের খতিয়ান ৷