পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Dilip Ghosh : রাজীব বন্দ্যোপাধ্যায়কে সুযোগ সন্ধানী বলে আক্রমণ দিলীপের - Tripura

সম্প্রতি প্রাক্তন বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় ত্রিপুরায় গিয়ে তৃণমূলে যোগ দিয়েছেন ৷ এটা তাঁর ঘর ওয়াপসি ৷ একুশের বিধানসভা নির্বাচনের আগে তিনি দল বদলে বিজেপিতে গিয়েছিলেন ৷ ফের দল বদলের ঘটনা নিয়ে তাঁর তীব্র সমালোচনা করেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ৷

বিজেপি নেতা দিলীপ ঘোষ
বিজেপি নেতা দিলীপ ঘোষ

By

Published : Nov 2, 2021, 1:03 PM IST

কলকাতা, 2 নভেম্বর : নিউটাউন ইকোপার্কে প্রাতঃভ্রমণে এসে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee)-কে সুযোগ সন্ধানী বলে তোপ দাগলেন ৷
দলবদল প্রসঙ্গে বিজেপি নেতা জানান, রাজনীতির স্তরে পতন হচ্ছে, সাধারণ মানুষের চোখে এটা চিন্তার বিষয় । তাঁর নিজের দলে সবাই ঠিক আছেন আশ্বাস দিয়ে তিনি বলেন, "সবাই কাজ করছেন, মাঠে আছেন । যাঁরা সুযোগ সন্ধানী, তাঁদের অসুবিধে হয় । তাঁরা কী করবেন, বুঝতে পারছিলেন না । কামাই নেই, অন্য কিছু নেই ।" তিনি জানান রাজীব বন্দ্যোপাধ্যায়কে পদ, সম্মান, টিকিট, টাকা দেওয়া হয়েছে । কিন্তু তাঁর কথায়, "রাজীব বন্দ্যোপাধ্যায় হয়তো ভেবেছিলেন এখানে ক্ষমতা এলে কামাই ভাল হবে, কিন্তু হচ্ছে না । আমাদের পার্টিতে কোনও সমস্যা নেই ।"
নিজের রাজ্যে নয়, ত্রিপুরা গিয়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন প্রাক্তন বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় ৷ এ বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করতে চাননি বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি ৷ তিনি জানান, এটি তৃণমূল কংগ্রেসের ব্যাপার । দিলীপ ঘোষ বলেন, "আমরা তো আমাদের পার্টিতে রেখেছিলাম । আমরা দিল্লির অফিসে নেতাদের সঙ্গে দেখা করিয়েছিলাম । এখানকার সমস্ত ব্যাপারে ডাকতাম, সম্মান দিতাম ।"

আরও পড়ুন : Dilip Ghosh : অন্য দল ছেড়ে বিজেপিতে যোগদানকারীদের বাদ দিতে চেয়ে বিতর্কে দিলীপ, কটাক্ষ কুণালের

বারে বারে ত্রিপুরায় গিয়ে আক্রান্ত হচ্ছেন তৃণমূল নেতা, কর্মী সমর্থকেরা বলে অভিযোগ ৷ এমনকি তাঁদের কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে ৷ এ বিষয়টিকে তিনি নিছক 'গল্প' বলে আখ্যা দেন । দিলীপ ঘোষ বলেন, "না কারও বাড়ি ভেঙেছে, আর না কাউকে গ্রেফতার করা হয়েছে ।" তাঁর দাবি, রাজ্য থেকে যে সব নেতারা ত্রিপুরা গিয়েছেন, তাঁদের এসর্কট দেওয়া হয়েছে, পাইলট দেওয়া হয়েছে, বুলেট প্রুফ গাড়ি দেওয়া হয়েছে ৷ তাঁদের নিরাপত্তার সব ব্যবস্থা করা হয়েছে ।’’ তিনি আরও বলেন, "বিরোধীদের যে ভাবে সম্মান করা উচিত, সে সব করা হয়েছে ৷ এসব অভিযোগ করার আগে ওনারা কমপক্ষে এটুকু করে দেখাক ।"
প্রায় প্রত্যেক দিন পেট্রল, ডিজেলের দাম বেড়ে চলেছে ৷ এ বিষয়ে তিনি পাল্টা প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের জমানার উল্লেখ করে বলেন, "পেট্রলের দাম কি আজকে বেড়েছে নাকি ? মনমোহন সিংয়ের আমল থেকে বেড়েছে । তাঁর 10 বছরের রাজত্বকালে 4০ শতাংশ দাম বেড়েছে ।" বিজেপি নেতা জানান, মোদির সময়ে 27 শতাংশ দাম বেড়েছে । তাঁর কাছে এটা নতুন কিছু নয় । তিনি বলেন, "কেন্দ্রীয় সরকার এটা জিএসটির আওতায় আনার পরামর্শ দিয়েছে । তাহলে দাম 20-25 টাকা কমবে ।" রাজ্য সরকারকে জিএসটির অনুমতি দেওয়ার কথা জানিয়ে তাঁর প্রশ্ন, "ওনারই অর্থমন্ত্রী অমিতবাবু তো চেয়ারম্যান ছিলেন । তাঁরা কেন মানছেন না ? ওনারা কামাবেন আর গালাগালি দেবেন অন্যকে ?"

দুয়ারে রেশন প্রকল্প চালু হওয়ার কথা থাকলেও তা নিয়ে দ্বন্দ্ব চলছে ৷ এ বিষয়টি নিয়ে ডিলাররা কোর্টে গিয়েছে জানিয়ে তিনি বলেন, "তাদের পোষাচ্ছে না ।" তাঁর প্রশ্ন, "পশ্চিমবাংলার কে বলেছেন আমার বাড়িতে রেশন দিয়ে যাও । যারা খায় দোকান থেকে নিয়ে এসে খায় ।"

ABOUT THE AUTHOR

...view details