কলকাতা, 3 ডিসেম্বর: ডায়মন্ড হারবারে তৃণমূল কংগ্রেস আশ্রিত গুণ্ডাবাহিনীর হাতে আক্রান্ত একাধিক বিজেপি কর্মী-সমর্থক ৷ এমনটাই অভিযোগ গেরুয়া শিবিরের । এর প্রতিবাদে উত্তর কলকাতার বিজেপির পক্ষ থেকে একাধিক জায়গায় বিক্ষোভ সমাবেশের ডাক দেওয়া হয়। পাশাপাশি উত্তর কলকাতার শ্যামবাজার, ফুলবাগান, মৌলালি, আনন্দপালিত, বউবাজার, বিধান সরণি, খান্নার মোড়, গিরিশ পার্ক মোড়, সাহিত্য পরিষদ-সহ একাধিক জায়গায় বিক্ষোভ করে (BJP blocked road at deference place in kolkata)।
উত্তর কলকাতা জেলা সভাপতি তমোঘ্ন ঘোষ বলেন, "পঞ্চায়েত নির্বাচনের আগে এটা যদি ট্রেলার হয় তাহলে বোঝাই যাচ্ছে ছবিটা আরও কত ভয়াবহ হতে পারে । ডায়মন্ড হারবারের একটি সভাকে কেন্দ্র করে একাধিক বিজেপি কর্মী-সমর্থককে যেভাবে তৃণমূলের গুন্ডাবাহিনী দিয়ে আক্রমণ করানো হল তার তীব্র নিন্দা করি । যদিও ঘটনাটি ডায়মন্ড হারবারে ঘটেছে তবুও শহর কলকাতা মানুষের কাছে এই প্রতিবাদ পৌঁছে দেওয়ার প্রয়োজন ছিল । শুধু কলকাতাতেই নয় জেলার বিভিন্ন জায়গায় আজ বিক্ষোভ কর্মসূচি চলছে । কারণ পুলিশের উপরে আমাদের কোনও ভরসা নেই। তাই আমরা সাধারণ মানুষকে সচেতন করছি। মানুষই আসল বিচার করবেন। তৃণমূল যদি মনে করে থাকে যে পঞ্চায়েত নির্বাচনের আগে এভাবে আমাদের ভয় দেখানো যাবে তবে তাঁরা ভুল করছেন কারণ বিজেপি সবধরনের লড়াইয়ে প্রস্তুত ।"