পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

BJMTUC on Tata factory: সিঙ্গুরে টাটার কারখানা ফের চালুর দাবি বিজেপি সমর্থিত শ্রমিক সংগঠনের - টাটার কারখানা ফের চালুর দাবি বিজেপির

সিঙ্গুরে টাটার কারখানা (Tata factory in Singur) পুনরায় চালু করার দাবি তুলল বিজেপি সমর্থিত শ্রমিক সংগঠন ৷ সাত দফা দাবিতে তিনদিনের অবস্থান বিক্ষোভ করতে চলেছে বিজেএমটিইউসি (BJMTUC) ৷

BJMTUC
ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়ন কাউন্সিল

By

Published : Mar 23, 2023, 10:24 AM IST

কলকাতা, 23 মার্চ: দীর্ঘদিন ধরে হাওড়ার বাউড়িয়া জুট মিলে শ্রমিক সংগঠনের নির্বাচন করতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ। এমনকী এই নিয়ে কেউ প্রতিবাদ করতে গেলে তাকে মিথ্যে মামলায় জড়িয়ে গ্রেফতার করিয়েছে শাসকদল । বুধবার এমনই দাবি তুলল বিজেপি সমর্থিত শ্রমিক সংগঠন ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়ন কাউন্সিল (BJMTUC) । পাশাপাশি তৃণমূলের তরফে এরকমই এক মিথ্যে মামলায় অলোক শ্রীবাস্তবকে ফাঁসিয়ে গ্রেফতার করা হয় বলে অভিযোগ । মঙ্গলবার অর্থাৎ 21 মার্চ তিনি জামিন পেয়েছেন । তাই বুধবার বিজেএমটিইউসি'র প্রধান কার্যালয়ে তাঁকে সম্বর্ধনা দেওয়া হয় । রাজ্যে একাধিক ক্ষেত্রে দিন মজুরদের অধিকার হনন করা হচ্ছে বলে এই সংগঠনের দাবি ৷ এছাড়াও একগুচ্ছ দাবির কথাও তাঁরা জানান বুধবার । শ্রমিকদের অধিকার নিয়ে বিভিন্ন সময় সরব হয়েছে বিজেপির এই সংগঠন ।

বিজেএমটিইউসি'র সর্বভারতীয় সভাপতি মন্মথনাথ বিশ্বাস দাবি করেন, বাউড়িয়া জুট মিলে দীর্ঘদিন ধরে শ্রমিক সংগঠনের নির্বাচন হতে দিচ্ছে না শাসকদল । এমনকী এই বিষয়টি নিয়ে কথা বলতে গেলে তাঁদের মারধর পর্যন্ত করা হচ্ছে । শুধু তাই নয়, তাঁদের সংগঠনের কয়েকজন কর্মীকে জোর করে মিথ্যে মামলায় জড়ানো হয়েছে এবং তাঁদের জেল খাটতে হয়েছে বলেও তাঁর দাবি । তিনি বলেন, "আমি এই জুট মিলের কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি । সম্পূর্ণ অমানবিক এবং অপদার্থের মতো আচরণ করেছে কর্তৃপক্ষ । তাই অবিলম্বে এই জুট মিলে নির্বাচন করাতে হবে এবং সেই নির্বাচনে আমাদের অংশগ্রহণ করতে দিতে হবে আমাদের । আর যদি এমনটা না হয়, তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে সামিল হব ।"

পাশাপাশি তিনি আরও জানান, সিঙ্গুরের টাটা কারখানায় সংলগ্ন এলাকায় তিনদিনের অবস্থান বিক্ষোভ কর্মসূচি করা হবে বিজেএমটিইউসি'র তরফে । যদিও এখনও বিক্ষোভের দিন চূড়ান্ত করা হয়নি বলে জানা গিয়েছে । মূলত টাটা কোম্পানিকে (Tata factory) পুনরায় রাজ্যে নিয়ে আসা এবং সিঙ্গুরে টাটার কারখানা পুনরায় চালু করার দাবিতে এই কর্মসূচি পালন করা হবে । তাঁদের দাবিগুলি হল, সিঙ্গুরে টাটা ছাড়াও বাকি যে আরও কলকারখানাগুলি আছে, সেগুলি বন্ধ হয়ে পড়ে রয়েছে ৷ সেই সব কলকারাখানাগুলিকে পুনরায় চালু করতে হবে ৷

এছাড়া রাজ্যের যেসমস্ত মিল ও কলকারখানা বন্ধ হয়ে গিয়েছে কিংবা রুগ্ন অবস্থায় রয়েছে, সেগুলিকে চালু এবং পুনর্জীবিত করতে হবে । এর পাশাপাশি শ্রমিকদের সমকাজে সমবেতনের দাবিও করা হয়েছে । অসংগঠিত শ্রমিকদের স্থায়ীকরণ করতে হবে এবং তাঁদের বেতন 30 হাজার টাকা হতে হবে । সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা প্রদান করতে হবে । তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকারের কাছে সাত দফায় এইসব দাবিদাওয়াগুলি জানানো হয় সংগঠনের পক্ষ থেকে । শ্রমজীবী মানুষদের অধিকারের প্রতি উদাসীনতারও অভিযোগ করেন বিজেপির এই শ্রমিক সংগঠন ।

আরও পড়ুন:তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে চাকরি বিক্রির অভিযোগ সুকান্তর

ABOUT THE AUTHOR

...view details