পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Bhabanipur By Election Case: ভবানীপুর উপনির্বাচন সংক্রান্ত জনস্বার্থ মামলার শুনানি এক সপ্তাহ পিছোল

ভবানীপুর উপনির্বাচন সংক্রান্ত জনস্বার্থ মামলার (Bhabanipur By Election Case) শুনানি এক সপ্তাহ পিছিয়ে গেল ৷ কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) আগামী সোমবার এই মামলার শুনানি রাখা হয়েছে ৷

bhabanipur by election case hearing on next monday
ভবানীপুর উপনির্বাচন সংক্রান্ত জনস্বার্থ মামলার শুনানি পিছোল এক সপ্তাহ

By

Published : Sep 13, 2021, 2:44 PM IST

কলকাতা, 13 সেপ্টেম্বর : ভবানীপুর উপনির্বাচন সংক্রান্ত জনস্বার্থ মামলার (Bhabanipur By Election Case) শুনানি পিছিয়ে গেল এক সপ্তাহ । আগামী সোমবার ফের শুনানি হবে এই মামলার ।

আজ কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) মামলার শুনানিতে রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত বলেন, "নির্বাচন সংক্রান্ত ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা নির্বাচন কমিশনের । পাশাপাশি নির্বাচন প্রক্রিয়া শুরু হয়ে যাওয়ার পর, সেই প্রক্রিয়াকে অকারণ থামানো যায় না । এ ব্যাপারে সুপ্রিম কোর্টের একাধিক নির্দেশিকা রয়েছে ।"

আরও পড়ুন:TET-High Court : উত্তীর্ণদের চাকরি দিন; পর্ষদের সভাপতিকে বিচারপতি

অন্যদিকে, মামলাকারীর তরফে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য ও সব্যসাচী চট্টোপাধ্যায় বলেন, ‘‘উপনির্বাচন আর নির্বাচন এক ব্যাপার নয় ৷ ভবানীপুর কেন্দ্রে কোনও সাংবিধানিক সঙ্কট কি আছে ? যে এত দ্রুত নির্বাচন করাতে হচ্ছে ! এই ভাবে একটা কেন্দ্রে নিজেদের ইচ্ছেমতো উপনির্বাচন করা যায় না । আসলে একজন ব্যক্তির সঙ্কটটাই এখানে মূল বিষয় । তাঁর জন্য এ ভাবে নির্বাচন করানো যায় না ।’’ তখন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি বলেন, "আপনারা এত দেরিতে কেন মামলা করলেন ?" উত্তরে আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় বলেন ,"আমরা নির্বাচন ঘোষণার সঙ্গে সঙ্গেই মামলা করেছিলাম ৷" প্রধান বিচারপতি তখন সামান্য বিরক্তি প্রকাশ করে জানান, আগামী সোমবার ফের শুনানি করা হবে এই মামলার । ইতিমধ্যে সব পক্ষকে নিজেদের বক্তব্য জানাতে বলা হয়েছে ।

আরও পড়ুন:Bhabanipur By Election: ‘ভবানীপুরের ঘরের মেয়ে’, মমতার হয়ে প্রচারে বললেন ফিরহাদ

শুনানির শেষে মামলাকারীর তরফে আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় বলেন, "বিচারপতি সব পক্ষের হলফনামা দেওয়ার কথা জানিয়েছিলেন । আজকের শুনানিতে আমরা দ্রুত শুনানির আবেদন জানিয়েছিলাম । আমাদের বক্তব্য ছিল, এই মামলার একটা আর্জেনসি রয়েছে । আমাদের বক্তব্য, রাজ্যের মুখ্যসচিব রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত সঙ্কটকে জনগণের সঙ্কট বলে দেখাতে চাইছেন । কারণ 6 মাসের সময়সীমা পেরিয়ে গেলে তিনি সমস্যায় পড়বেন । তার জন্য ভবানীপুর কেন্দ্রে উপনির্বাচন করাতে হবে । দুর্ভাগ্যের ব্যাপার হচ্ছে নির্বাচন কমিশনও এই ব্যাপারে সম্মতি জানাচ্ছে । এইখানেই আমাদের আপত্তি । আগামী সোমবার ফের মামলার শুনানি হবে ।"

আরও পড়ুন :Bhabanipur By Election : ভবানীপুরে প্রচারে বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা, সোমবার মনোনয়ন পেশ

ABOUT THE AUTHOR

...view details