পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দিনহাটা কাণ্ডে অমিত মালব্যর পাল্টা টুইট নুসরতের - West Bengal Assembly Election 2021

দিনহাটার বিজেপি কর্মী অমিত সরকারের ঝুলন্ত দেহ উদ্ধারের পর বিজেপির পক্ষ থেকে তৃণমূলের বিরুদ্ধে খুনের অভিযোগ এনে টুইট করেন অমিত মালব্য ৷ তারই প্রতিবাদে আজ পাল্টা টুইট করেন নুসরত ৷

নুসরত জাহান
নুসরত জাহান

By

Published : Mar 30, 2021, 2:22 PM IST

কলকাতা, 30মার্চ :দিনহাটার বিজেপি কর্মী অমিত সরকারের মৃত্যু নিয়ে এবার টুইট করলেন তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী নুসরত জাহান ৷ এদিন পুলিশের তরফ থেকে জানানো হয়, অমিত সরকারের মৃত্যু আত্মহত্যাই , কোনও রাজনৈতিক খুন নয় ৷ এরপরই টুইট করেন অভিনেত্রী ৷

টুইটে তিনি লেখেন , " আবারও বিজেপির তরফ থেকে মিথ্যা খবর রটানোর চেষ্টা করা হচ্ছে ৷ একটা দুঃখজনক আত্মহত্যাকে কেন্দ্র করেও লজ্জাজনক রাজনীতি করছেন তারা ৷"

আরও পড়ুন :সিবিআই দফতরে হাজিরা লালার

প্রসঙ্গত রাজ্যে প্রথম দফার ভোটের ঠিক 72 ঘণ্টা আগে দিনহাটার বিজেপি কর্মী অমিত সরকারের ঝুলন্ত দেহ উদ্ধার হয় ৷ এরপরই বিজেপির পক্ষ থেকে তৃণমূলের বিরুদ্ধে অমিতকে খুনের অভিযোগ আনা হয় ৷ বিজেপি নেতা অমিত মালব্য 24 মার্চ এই প্রসঙ্গে তৃণমূলকে কটাক্ষ করে একটি টুইট করেন ৷ তারই প্রতিবাদে আজ পাল্টা টুইট করেন নুসরত ৷

ABOUT THE AUTHOR

...view details