কলকাতা, 30মার্চ :দিনহাটার বিজেপি কর্মী অমিত সরকারের মৃত্যু নিয়ে এবার টুইট করলেন তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী নুসরত জাহান ৷ এদিন পুলিশের তরফ থেকে জানানো হয়, অমিত সরকারের মৃত্যু আত্মহত্যাই , কোনও রাজনৈতিক খুন নয় ৷ এরপরই টুইট করেন অভিনেত্রী ৷
টুইটে তিনি লেখেন , " আবারও বিজেপির তরফ থেকে মিথ্যা খবর রটানোর চেষ্টা করা হচ্ছে ৷ একটা দুঃখজনক আত্মহত্যাকে কেন্দ্র করেও লজ্জাজনক রাজনীতি করছেন তারা ৷"