পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

করোনা বাড়ছে, বড় সভায় "না" সিপিএমের - রাজ্য সম্পাদক মণ্ডলী বৈঠক

করোনা পরিস্থিতির দিকে লক্ষ্য রেখে বিশেষ উদ্যোগ নিল রাজ্য সিপিএম । বুধবার রাজ্য সম্পাদক মণ্ডলীর বৈঠকে সিদ্ধান্ত হয়েছে চলতি নির্বাচনের বাকি তিনটি পর্যায়ের প্রচারের জন্য তারা বড় সভা, রোড শো করবেন না ।

muhammed selim
মহম্মদ সেলিম

By

Published : Apr 14, 2021, 6:24 PM IST

কলকাতা, 14 এপ্রিল : করোনা সংক্রমণের মাথায় রেখে জনসমাবেশ থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল বামেরা । বুধবার সাংবাদিক বৈঠকে এমনই জানান সিপিএম নেতা তথা চণ্ডীতলা আসনের জোট প্রার্থী মহম্মদ সেলিম । তিনি জানান, করোনার স্বাস্থ্যবিধি মেনে বাকি দফার নির্বাচনী প্রচার সারবেন তাঁরা ।

করোনা ভাইরাসের প্রকোপ লাফিয়ে লাফিয়ে বাড়ছে । বারবার বলা হচ্ছে চলতি নির্বাচনে রাজনৈতিক দলগুলোর প্রচারের ভিড় করোনা সংক্রমণে বাড়তি হাওয়া দিচ্ছে । পরিস্থিতির দিকে লক্ষ্য রেখে বিশেষ উদ্যোগ নিল রাজ্য সিপিএম । বুধবার রাজ্য সম্পাদক মণ্ডলীর বৈঠকে সিদ্ধান্ত হয়েছে চলতি নির্বাচনের বাকি তিনটি পর্যায়ের প্রচারের জন্য তারা বড় সভা, রোড শো করবেন না । বদলে ছোট পথ সভা, জনগণের দুয়ারে পৌঁছে প্রচারের কাজ জারি রাখবে ।

করোনা বাড়ছে, বড় সভায় "না" সিপিএমের

আরও পড়ুন : শীতলকুচি নিয়ে কমিশনের নির্দেশ নিয়ে মমতাকে সমর্থনেও ব্যঙ্গ সেলিমের

সাংবাদিক সম্মেলনে বাম নেতা মহম্মদ সেলিম বললেন, তাঁরা গত একবছর ধরে করোনা পরিস্থিতির শিকার মানুষের পাশে ছিলেন । সেই কাজ এবারও বজায় থাকবে ।

ABOUT THE AUTHOR

...view details