পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নতুন বছরের প্রথম দিনে কলকাতার রাজপথে প্রচারে মমতা - Mamata Banerjee's election campaign at Kolkata

নতুন বছরের প্রথম দিনে রাজপথে নামছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তৃণমূল সূত্রে খবর, বেলেঘাটা আলোছায়া থেকে বউবাজার পর্যন্ত মিছিল করবেন তিনি ।

মমতা বন্দ্যোপাধ্যায়
মমতা বন্দ্যোপাধ্যায়

By

Published : Apr 15, 2021, 8:11 AM IST

কলকাতা, 15 এপ্রিল : আজ 1 লা বৈশাখ ৷ বাঙালির নববর্ষ ৷ অন্যান্য নববর্ষের তুলনায় 1428 সালটা অনেকটাই অন্যরকম ৷ একদিকে নির্বাচন ৷ অন্যদিকে, রাজ্যে করোনার গ্রাফ উর্দ্ধমুখী । সব মিলিয়ে তথৈবচ অবস্থা বাঙালির ৷ এই পরিস্থিতিতে কিন্তু খামতি নেই ভোটপ্রচারে ৷ খাতায় কলমে বছরের প্রথম দিন তিলোত্তমার রাজপথে প্রচারে নামবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷

তৃণমূল সূত্রে খবর, বছরের প্রথম দিন বেলেঘাটা আলোছায়া থেকে বউবাজার পর্যন্ত কর্মী সমর্থকদের পাশে নিয়ে হুইল চেয়ারে করে মিছিল করবেন তিনি ৷ মিছিল শুরু হবে দুপুর 2 টো নাগাদ ৷ যদিও, আগে ঠিক ছিল দু'টি বিধানসভা কেন্দ্রে আলাদা আলাদা মিছিল করবেন তিনি ৷ এদিন তাঁর সঙ্গে থাকবেন বেলেঘাটা , মানিকতলা ও জোড়াসাঁকো তিন কেন্দ্রের প্রার্থী পরেশ পাল , সাধন পান্ডে এবং বিবেক গুপ্তা । মিছিল বেলেঘাটা থেকে শুরু হয়ে ফুলবাগান , কাঁকুড়গাছি, মানিকতলা, আমহার্স্ট স্ট্রিট, শ্রদ্ধানন্দ পার্ক ছুঁয়ে শেষ হবে মিছিল।

আরও পড়ুন :কী হয়েছিল শীতলকুচিতে, ভাইরাল ভিডিয়ো

এই মিছিলের মূল লক্ষ্য দলীয় প্রার্থীদের হয়ে ভোটপ্রচার ৷ মিছিলের শুরুতে এবং শেষে বক্তব্য রাখতে পারেন তৃণমূল সুপ্রিমো ৷ তবে, শুধু ভোটপ্রার্থনা করতে পথে নামছেন তা নয় । বরং একইসঙ্গে কলকাতাবাসীকে শুভেচ্ছা জানিয়ে জনসংযোগও করবেন ৷ এমনটাই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ ৷

ABOUT THE AUTHOR

...view details