কলকাতা, 12 এপ্রিল : প্রধানমন্ত্রীর আচরণের মধ্যে পঞ্চায়েত নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীর মিল পাচ্ছেন বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী । "দেশ চালাবার ভার নেই । নিত্যযাত্রীর মতো দিল্লি-বাংলা করে চলেছেন । ফলসরূপ দেশের যা হওয়ার তাই হচ্ছে৷" এমনই মনে করেন যাদবপুরের সিপিআইএম প্রার্থী । একই সঙ্গে শীতলকুচির ঘটনায় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং মুখ্য়মন্ত্রীকে একযোগে কাঠগড়ায় তুলেছেন সুজন চক্রবর্তী ৷
শীতলকুচি পরবর্তী পর্বেও অকথা কুকথা এবং প্ররোচনামূলক বক্তব্য রাখা ব্যক্তিদের নির্বাচনী প্রচার থেকে সরিয়ে দেওয়ার কথা বলেছেন সুজন চক্রবর্তী । এই কাজ নির্বাচন কমিশনকে করার কথাই বলেছেন তিনি । পাশাপাশি নির্বাচনের দিন মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর উড়ে বেড়িয়ে প্রচার বন্ধ করার জন্য নির্বাচন কমিশনের কাছে আর্জি জানান তিনি ৷ শীতলকুচিতে প্রবেশাধিকারের উপর নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন । তবে শীতলকুচির সংযুক্ত মোর্চার প্রার্থীকে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সুজন চক্রবর্তী । তবে মুখ্যমন্ত্রীর সেখানে গিয়ে কী ভূমিকা সেই নিয়েও প্রশ্ন তুলেছেন ৷ দিল্লি এবং মুখ্যমন্ত্রী লাশ নিয়ে রাজনীতি করছে বলে অভিযোগও করেছেন বাম নেতা ।