কলকাতা,27 মার্চ:আজ একুশের বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট চলছে ৷ সকাল থেকে ভোটকে কেন্দ্র করে বিক্ষিপ্ত ভাবে উত্তেজনা ছড়িয়েছে বিভিন্ন জেলায় ৷ খবর মিলছে ছোটখাটো অশান্তির ৷ যা নিয়ে কমিশনের কাছে অভিযোগ জানালেন কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্য ৷
এদিন সকালে নির্বাচন কমিশনে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন প্রদীপবাবু ৷ তিনি বলেন , "সকাল থেকে আমার কাছে যে ফোন আসছে তাতে আমি চিন্তিত ৷ অভিযোগ আসছে, গ্রামের বিভিন্ন রাস্তায় কিছু দুষ্কৃতী গ্রামের মানুষকে ভয় দেখাচ্ছে । তারা বলছে আপনারা ভোট দিতে যাবেন না । আপনাদের ভোট আমরা দিয়ে দেব । "
কংগ্রেস সাংসদের অভিযোগ, শালবনির মত নানা জায়গায় বাম-কংগ্রেস জোট প্রার্থীদের মারধর করা হচ্ছে ৷ ভোটের প্রথম দফাতেই এই অবস্থা দেখে চিন্তা প্রকাশ করেন তিনি ৷ প্রদীপবাবু বলেন, "বিডিও অফিস এবং এসডিও অফিসে বসে না থেকে আধিকারিকরা যেন ঘটনাস্থলে যান ৷ যদি কোথাও কোনও অশান্তির খবর আসে তাঁরা যেন ততক্ষণাৎ সেই স্থানে পৌছায়৷"