পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নির্বাচন কমিশনে কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য

প্রদীপ ভট্টাচার্য অভিযোগ করেন, শালবনির মত নানা জায়গায় বাম-কংগ্রেস জোট প্রার্থীদের মারধর করা হচ্ছে ৷ ভোটের প্রথম দফাতে এই অবস্থা দেখে চিন্তা প্রকাশ করেন তিনি ৷ প্রদীপবাবু নির্বাচন কমিশনের কাছে দাবি জানিয়ে বলেন, "বিডিও অফিস এবং এসডিও অফিসে বসে না থেকে আধিকারিকরা যেন ঘটনাস্থলে যান ৷ যদি কোথাও কোনও অশান্তির খবর আসে তাঁরা যেন ততক্ষণাৎ সেই স্থানে পৌছান৷"

প্রদীপ ভট্টাচার্য
প্রদীপ ভট্টাচার্য

By

Published : Mar 27, 2021, 4:06 PM IST

কলকাতা,27 মার্চ:আজ একুশের বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট চলছে ৷ সকাল থেকে ভোটকে কেন্দ্র করে বিক্ষিপ্ত ভাবে উত্তেজনা ছড়িয়েছে বিভিন্ন জেলায় ৷ খবর মিলছে ছোটখাটো অশান্তির ৷ যা নিয়ে কমিশনের কাছে অভিযোগ জানালেন কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্য ৷

এদিন সকালে নির্বাচন কমিশনে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন প্রদীপবাবু ৷ তিনি বলেন , "সকাল থেকে আমার কাছে যে ফোন আসছে তাতে আমি চিন্তিত ৷ অভিযোগ আসছে, গ্রামের বিভিন্ন রাস্তায় কিছু দুষ্কৃতী গ্রামের মানুষকে ভয় দেখাচ্ছে । তারা বলছে আপনারা ভোট দিতে যাবেন না । আপনাদের ভোট আমরা দিয়ে দেব । "

কংগ্রেস সাংসদের অভিযোগ, শালবনির মত নানা জায়গায় বাম-কংগ্রেস জোট প্রার্থীদের মারধর করা হচ্ছে ৷ ভোটের প্রথম দফাতেই এই অবস্থা দেখে চিন্তা প্রকাশ করেন তিনি ৷ প্রদীপবাবু বলেন, "বিডিও অফিস এবং এসডিও অফিসে বসে না থেকে আধিকারিকরা যেন ঘটনাস্থলে যান ৷ যদি কোথাও কোনও অশান্তির খবর আসে তাঁরা যেন ততক্ষণাৎ সেই স্থানে পৌছায়৷"

নির্বাচন কমিশনে প্রদীপ ভট্টাচার্য

আরও পড়ুন:নন্দীগ্রামের বিজেপি নেতাকে ফোন করে সাহায্য চাইছেন মমতা ?

তিনি আরও বলেন , "যারা ভয় দেখাচ্ছে তাদের কাছে সাধারন মানুষ মাথা নিচু করবেন না ৷ সাধারণ মানুষ এগিয়ে আসতে চাইছেন৷ এই পরিস্থিতির বিরুদ্ধে মানুষ রুখে দাঁড়াবেন ৷ আর তখন যদি আইন-শৃঙ্খলা নষ্ট হয় তার জন্য দায়ী থাকবে নির্বাচন কমিশন এবং রাজ্য সরকার৷ "

জোট প্রার্থী সুশান্ত ঘোষের উপর আক্রমণের বিষয়ে প্রশ্ন করলে প্রদীপ ভট্টাচার্য বলেন, "সুশান্ত ঘোষ বা তাঁর দলের তরফ থেকে আমার কাছে সরাসরি কোনও খবর আসেনি ৷ আমি যেটুকু জানি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেই তাঁকে আক্রমণ করা হয়েছে ৷ যদি এটা সত্যি হয় তাহলে এটা খুবই দুঃখজনক ৷ কোনও প্রার্থীর সঙ্গেই এরম ঘটনা ঘটা উচিত নয় ৷"

ABOUT THE AUTHOR

...view details