পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নির্বাচনে কাজ করতে প্যারা মিলিটারিদের আলাদা কোর্স করানো উচিত, মত অতীন ঘোষের - maniktala

শেষ দফার ভোটে মানিকতলার নারী শিক্ষা মন্দির স্কুলের বুথে সপরিবারে ভোট দিলেন অতীন ঘোষ । কাশিপুর বেলগাছিয়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী এদিন সকাল থেকেই এই কেন্দ্রের বুথে বুথে পরিদর্শন করেন । এদিন বেলগাছিয়ায় মোহিত মিত্র মঞ্চে সাংবাদিকদের ওপর কেন্দ্রীয় বাহিনী জওয়ানদের লাঠিচার্জের ঘটনার তীব্র নিন্দা করেন সংবাদমাধ্যমের সামনে ৷ বলেন, প্যারা মিলিটারি ফোর্স যাঁদের নির্বাচনে কাজ করানো হয় তাঁদের জন্য আলাদা কোর্স করানো উচিত ৷

সপরিবারে ভোট দিলেন অতীন ঘোষ ।
সপরিবারে ভোট দিলেন অতীন ঘোষ ।

By

Published : Apr 29, 2021, 6:41 PM IST

মানিকতলা, 29 এপ্রিল: সপরিবারে স্ত্রী-কন্যা এবং জামাইয়ের সঙ্গে উত্তর কলকাতার প্রভাবশালী নেতা অতীন ঘোষ শিক্ষা মন্দির স্কুলের বুথে ভোট দান করেন । সংবাদমাধ্যমের সামনে প্রতিক্রিয়ায় জানান, নির্বাচন গণতন্ত্রের উৎসব । এই নির্বাচনে সব দলের অংশ নেওয়া উচিত । প্রত্যেকের ভোট দান করা উচিত ৷ এদিন কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা বেলগাছিয়ায় মোহিত মিত্র মঞ্চে সাংবাদিকদের ওপর লাঠিচার্জ করে । এক চিত্র সাংবাদিকদের ক্যামেরা কেড়ে নেয় । এই ঘটনায় বেশ কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন । এদিন এই ঘটনার তীব্র প্রতিবাদ করে কেন্দ্রীয় বাহিনী ব্যবহার নিয়ে অসন্তোষ প্রকাশ করেন অতীন ।

কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করে অতীন জানান, বিভিন্ন বুথ থেকে কেন্দ্রীয় বাহিনীদের দুর্ব্যবহারের অভিযোগ তিনি পেয়েছেন । নির্বাচন কমিশনের এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া উচিত । তিনি বলেন, ‘‘প্যারা মিলিটারি ফোর্স যাঁদের নির্বাচনে কাজ করানো হয় তাঁদের জন্য আলাদা কোর্স করানো উচিত ৷’’

শেষ দফার নির্বাচনে সপরিবারে ভোট দিতে এসে কেন্দ্রীয় বাহিনীর তীব্র নিন্দা করলেন অতীন ঘোষ ।

এর পাশাপাশি তিনি জানিয়েছেন এর আগেও তিনি দু'বার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন । এই এলাকায় জন্মেছেন, তিনি এই এলাকারই মানুষ, কর্মজীবনও এই এলাকাতেই কাটিয়েছেন । এলাকার মানুষ তাঁকে খুব ভালোভাবে চেনেন । তাই এলাকার মানুষের সমর্থন যে তিনি পাবেন সে বিষয়ে 100 শতাংশ আত্মবিশ্বাসী অতীন ৷

আরও পড়ুন: মানিকতলায় কল্যাণ চৌবেকে ঘিরে দফায় দফায় বিক্ষোভ তৃণমূলের

ABOUT THE AUTHOR

...view details