কলকাতা, 31 মে : বিজেপি নেত্রী বৈশালী ডালমিয়ার ছেলের বিরুদ্ধে বেপরোয়া গাড়ি চালানো, গাড়ি ভাঙচুরের অভিযোগ ৷ বৈশালীর ছেলে আদিত্য ডালমিয়ার বিরুদ্ধে এক মহিলাকে মারধরের অভিযোগও উঠেছে ৷ যদিও ছেলের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি নেত্রী ৷
জানা গিয়েছে, আজ সকাল সাড়ে দশটা নাগাদ স্ত্রী, ছেলে ও মাসিকে নিয়ে ইএম বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে যাচ্ছিলেন পারিজাত লাহা নামে এক ব্যক্তি । বেহালা চৌরাস্তা থেকে জেমস লঙের দিকে যাওয়ার সময় পারিজাতের গাড়ির সঙ্গে বৈশালী ডালমিয়ার ছেলের গাড়ির সংঘর্ষ হয় । ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে তর্ক শুরু হয় ৷ অভিযোগ বৈশালীর ছেলে গাড়ি থেকে নেমে এসে পারিজাত ও তাঁর স্ত্রী লিপিকাকে মারধর করেন ৷ ভেঙে দেওয়া হয় গাড়ির লুকিং গ্লাস, ওয়াইপার ।
আরও পড়ুন : ছোটদের জন্য এত এত কাজ, কেন ? মোদিকে ভিডিয়োয় নালিশ শিশুকন্যার
যদিও ছেলের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বৈশালী ডালমিয়া ৷ তাঁর অভিযোগ, "আমার ছেলেকে মেরে ক্ষতবিক্ষত করে দেওয়া হয়েছে ৷ ওর পেটে কাচ ঢুকে গিয়েছে ৷ মাথা ফেটে গিয়েছে ৷ আমার ছেলেকে উদ্দেশ্য প্রণোদিত ভাবে মারধর করা হচ্ছিল ।" বিষয়টিতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন তিনি ৷ বৈশালী বলেন, "আমি ও আমার ছেলে কখন বাড়ি থেকে বেরোচ্ছি তা অনুসরণ করে ঘটনাটি ঘটিয়েছে ওরা । আমাকে মারতে এসেছিল ৷ আমিও চুপ করে বসে থাকব না ৷ " বৈশালী ডালমিয়ার গাড়ির জানালার কাচ ভেঙে গিয়েছে । গাড়ির সামনে বনেটে রক্তের দাগ রয়েছে ।
বৈশালী ডালমিয়ার ছেলের বিরুদ্ধে গাড়ি ভাঙচুর, মারধরের অভিযোগ বিষয়টিতে বৈশালী ডালমিয়ার বিরুদ্ধে প্রভাব খাটানোর অভিযোগ উঠেছে ৷ জানা গিয়েছে, এর আগেও এমন ঘটনায় বৈশালীর ছেলে আদিত্যকে আটক করা হয়েছিল ৷