পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মমতাকে 'জয় শ্রী রাম' বার্তা বাবুলের - viral twit

কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়র মোবাইল নম্বর ছড়িয়ে দেওয়ার পরই তার কাছে জয় হিন্দ ,জয় বাংলা মেসেজ আসছে বলে তার অভিযোগ । সেই বার্তার উত্তরে মমতাকে "জয় শ্রী রাম "শুভেচ্ছা বাবুলের

বাবুল সুপ্রিয়

By

Published : Jun 4, 2019, 11:55 PM IST

কলকাতা, 4 জুন : মমতাকে 'জয় শ্রীরাম' বার্তা বাবুলের । 'জয় শ্রীরাম' ধ্বনি নিয়ে তৃণমূল ও BJP-র মধ্যে চলতে থাকা বিতর্ক ভাইরাল সোশাল মিডিয়ায়। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ, BJP-এর নেতা, মন্ত্রী ও সাংসদের মোবাইল নম্বর ছড়িয়ে দেওয়া হয়েছে সোশাল মিডিয়ায় । সেই থেকে বাদ যাননি আসানসোলের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয় । তাঁর ফোনে 'জয় হিন্দ, জয় বাংলা' মেসেজ দেওয়া হচ্ছে বলেও জানান বাবুল । শুধু বাবুল নন, লকেট চট্টোপাধ্যায়, দিলীপ ঘোষের মতো নেতাদের ফোনেও জয় বাংলা, জয় হিন্দ বার্তা পাঠানো হয় বলে ফেসবুকে জানান লকেট ।

এই সংক্রান্ত খবর : ফোন নম্বর লিক ? বাবুলের হোয়াটসঅ্যাপে মমতার সমর্থনে মেসেজ

এরপরই আজ বাবুল টুইটারে একটি পোস্ট করেন । তিনি লেখেন, 'যারা আমাকে মোবাইলে বা ফেসবুকে জয় হিন্দ জয় বাংলা জানাচ্ছেন তাঁদের ধন্যবাদ জানাই । same to you। হিন্দ আর বাংলা তো আমার, আপনার, সবার।'

বাবুল সুপ্রিয়র টুইটার পোস্ট

পাশাপাশি, নিজের বার্তাতে তৃণমূল নেত্রী মমতাকে কটাক্ষ করতেও পিছপা হননি বাবুল । কেন্দ্রীয় প্রতিমন্ত্রী লেখেন, 'আপনাদের জন্য রইল অনেক ভালোবাসা আর দিদিমণিকে জানাই জয় শ্রীরাম'।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details