পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

‘ম্যান ইন দ্য মিডল অ্যাটাক’ পন্থায় এটিএম লুট কলকাতায় - atm looted by man in the middle attack process in kolkata

গোয়েন্দাদের অনুমান, এটিএমের সফটওয়ারে ম্যালওয়ার প্রবেশ করিয়ে মেশিনটি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নিচ্ছে সাইবার দস্যুরা । এরপর সফটওয়ারের মাধ্যমে মেশিন থেকে টাকা বের করে নিচ্ছে ৷ ফলে এটিএম মেশিন ভাঙতে হচ্ছে না এবং গোটা প্রক্রিয়াটি একেবারে নিখুঁত এবং ঠান্ডা মাথায় শান্তিপূর্ণভাবে করতে পারছে সাইবার দস্যুরা ।

atm looted by man in the middle attack process in kolkata
এটিএম লুট কলকাতায়

By

Published : May 31, 2021, 3:27 PM IST

কলকাতা, 31 মে : শহরে নতুন কায়দায় এটিএম থেকে টাকা লুটের ঘটনা দেখা গিয়েছে । এই পদ্ধতিকে সাইবার বিশেষজ্ঞরা বলছেন ‘ম্যান ইন দ্য মিডল অ্যাটাক’ কিংবা ‘মনস্টার ইন দ্য মিডল’ । তদন্তে নামার পর 24 ঘণ্টার কিছু বেশিক্ষণ সময় অতিক্রান্ত ৷ এখনও সাইবার দস্যুদের নাগাল পাওয়া যায়নি ।

তদন্তে নেমে নিউমার্কেট, কাশীপুর এবং যাদবপুর থানা এলাকার সংশ্লিষ্ট ব্যাঙ্কের এটিএম কাউন্টারগুলির সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্তকারীরা দেখতে পেয়েছেন বেশ কয়েকদিন ধরে মুখে কালো কাপড় বাঁধা এক ব্যক্তিকে সংশ্লিষ্ট এটিএম কাউন্টারের ভিতরে এবং বাইরে রহস্যজনকভাবে একাধিকবার ঘোরাফেরা করতে । গোয়েন্দাদের অনুমান, এটিএমের সফটওয়ারে ম্যালওয়ার প্রবেশ করিয়ে মেশিনটি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নিচ্ছেন সাইবার দস্যুরা । এরপর সফটওয়ারের মাধ্যমে মেশিন থেকে টাকা বের করে নিচ্ছে ৷ ফলে এটিএম মেশিন ভাঙতে হচ্ছে না এবং গোটা প্রক্রিয়াটি একেবারে নিখুঁত এবং ঠান্ডা মাথায় শান্তিপূর্ণভাবে করতে পারছে সাইবার দস্যুরা ।

আরও পড়ুন : নয়া পদ্ধতিতে এটিএম জালিয়াতি, 40 লাখ টাকা গায়েব কলকাতায়

যেহেতু এই মডাস অপারেন্ডি প্রথমে দিল্লির একাধিক শহরে দেখা গিয়েছে ফলে প্রথমেই দিল্লি পুলিশের সঙ্গে যোগাযোগ করেছে কলকাতা পুলিশ । পাশাপাশি একাধিক সাইবার বিশেষজ্ঞদের সঙ্গেও এই নিয়ে বিস্তর বৈঠক হয়েছে লালবাজারের গোয়েন্দাদের ৷ জানা গিয়েছে, এই প্রকারের মডাস অপারেন্ডি বা অপরাধের পদ্ধতি মহানগরীতে নতুন হলেও বিদেশে আকছারই এই পদ্ধতিতে এটিএম থেকে টাকা লুটের ঘটনা ঘটেই থাকে ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details