কলকাতা, 31 মে : শহরে নতুন কায়দায় এটিএম থেকে টাকা লুটের ঘটনা দেখা গিয়েছে । এই পদ্ধতিকে সাইবার বিশেষজ্ঞরা বলছেন ‘ম্যান ইন দ্য মিডল অ্যাটাক’ কিংবা ‘মনস্টার ইন দ্য মিডল’ । তদন্তে নামার পর 24 ঘণ্টার কিছু বেশিক্ষণ সময় অতিক্রান্ত ৷ এখনও সাইবার দস্যুদের নাগাল পাওয়া যায়নি ।
তদন্তে নেমে নিউমার্কেট, কাশীপুর এবং যাদবপুর থানা এলাকার সংশ্লিষ্ট ব্যাঙ্কের এটিএম কাউন্টারগুলির সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্তকারীরা দেখতে পেয়েছেন বেশ কয়েকদিন ধরে মুখে কালো কাপড় বাঁধা এক ব্যক্তিকে সংশ্লিষ্ট এটিএম কাউন্টারের ভিতরে এবং বাইরে রহস্যজনকভাবে একাধিকবার ঘোরাফেরা করতে । গোয়েন্দাদের অনুমান, এটিএমের সফটওয়ারে ম্যালওয়ার প্রবেশ করিয়ে মেশিনটি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নিচ্ছেন সাইবার দস্যুরা । এরপর সফটওয়ারের মাধ্যমে মেশিন থেকে টাকা বের করে নিচ্ছে ৷ ফলে এটিএম মেশিন ভাঙতে হচ্ছে না এবং গোটা প্রক্রিয়াটি একেবারে নিখুঁত এবং ঠান্ডা মাথায় শান্তিপূর্ণভাবে করতে পারছে সাইবার দস্যুরা ।