পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আক্রমণ বনাম রক্ষণের দ্বৈরথ, রয় কৃষ্ণদের জন্য কঠিন প্রশ্নপত্র নর্থ ইস্টের - আইএসএল 2020

রয় কৃষ্ণ, ডেভিড উইলিয়ামস, মনবীর সিংদের নিয়ে আরও একবার আক্রমণের ঝড় তুলতে চাইছেন হাবাস ।

ISL 2020
ফাইল ছবি

By

Published : Jan 3, 2021, 11:54 AM IST

কলকাতা, 3 জানুয়ারি : চলতি আইএসএলের জায়ান্ট কিলার দলের তকমা নর্থ ইস্ট ইউনাইটেডের গায়ে । প্রথম ম্যাচে মুম্বই সিটি এফসিকে হারিয়ে অঘটন ঘটিয়েছে তারা । উত্তর পূর্ব রাজ্যের দলটির বিরুদ্ধে পরাজিত এসসি ইস্টবেঙ্গল । এবার তাদের সামনে পয়েন্ট টেবিলের মগডালে থাকা এটিকে-মোহনবাগানের লড়াই । স্বাভাবিক ভাবেই আন্তেনিও লোপেজ় হাবাসের দল বছরের শুরুটা জয় দিয়ে শুরু করে পয়েন্ট টেবিলের একনম্বর জায়গাটা পাকা করতে চাইছে ।

অন্যদিকে জয়ের খোঁজে জেরার নুসের নর্থ ইস্ট ইউনাইটেড । স্পেনের মানুষটি প্রায় একমাস ধরে দলকে জয়ের মুখ দেখাতে পারছেন না । গোল করার ক্ষমতা থাকলেও তা ধরে রাখার ক্ষমতা তাদের কম । আট ম্যাচে দশটি গোল দিয়েছে নর্থ ইস্ট ইউনাইটেড । দলের তিন স্ট্রাইকার গিনির ইদ্রিসা সিলা, পর্তুগালের লুই মাচাডো এবং ঘানার কোয়েসি আপিয়া দলের প্রধান গোলস্কোরার । কিন্তু এটিকে-মোহনবাগানের বিরুদ্ধে সম্ভবত কোয়েসি আপিয়া চোটের জন্য খেলতে পারবেন না । তবে কোচ জেরার নুসে বলেছেন তারা কোয়েসি আপিয়াকে মাঠে নামানোর মরিয়া চেষ্টা চালাচ্ছেন । দলের চিকিৎসকরা সেই কাজে ব্যস্ত । আশা করা যায়,তাদের চেষ্টা সফল হবে ।

তবে না পাওয়ার সম্ভাবনার দিকে তাকিয়ে না থেকে নর্থ ইস্ট ইউনাইটেড সবুজ মেরুন রক্ষণের পরীক্ষা নিতে তৈরি হচ্ছে। চেন্নায়িন এফসির বিরুদ্ধে রয় কৃষ্ণদের খেলা দেখেছেন জেরার নুস । প্রতিপক্ষের শক্তি দুর্বলতা তার নোটবুকে জায়গা পেয়েছে । তবে আন্তেনিও লোপেজ় হাবাসের দলকে সমীহ করছেন । কারন এটিকে-মোহনবাগানের মজবুত রক্ষণ মাত্র তিনটে গোল হজম করেছে । বরং আটটি গোল করেছেন রয় কৃষ্ণরা । ডেভিড উইলিয়ামস, মনবীর সিং গোল করলেও সবুজ মেরুনের প্রধান ভরসা ফিজিয়ান স্ট্রাইকার ।

আরও পড়ুন : কলকাতা ডার্বির ফিরতি লড়াই 19 ফেব্রুয়ারি

যদিও হাবাস বলছেন, "রয় কৃষ্ণের পারফরম্যান্স নিয়ে শুধু চিন্তা করলে চলবে না । পুরো দলের পারফরম্যান্স আমার চিন্তায় । রয় কৃষ্ণ স্ট্রাইকারের কাজ করেছে । তবে দলের পারফরম্যান্সের সার্বিক উন্নতি আমার লক্ষ্য ।" মাঝমাঠে জাভি হার্নান্দেজের অভাব ঢাকতে পারছেন না সবুজ মেরুন মিডফিল্ডাররা । ফলে রক্ষণভাগের উপর চাপ বাড়ছে । এডু গার্সিয়া জানিয়েছেন দলের প্রয়োজনে কোচ যেভাবে খেলতে বলবেন সেভাবেই খেলবেন । আপাতত কঠোর অনুশীলনে ভুল শুধরে রবিবার জয় তুলে নেওয়া লক্ষ্য । কারণ পরের ম্যাচে মুম্বই সিটি এফসির বিরুদ্ধে খেলা । পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানাধিকারীর বিরুদ্ধে নামার আগে শুধরে নেওয়াই লক্ষ্য এটিকে-মোহনবাগানের । তবে জায়ান্ট কিলারের বিরুদ্ধে হালকাভাবে মাঠে নামলে যে ভুগতে হবে, তা বিলক্ষণ বুঝতে পেরেছেন সবুজ মেরুন ফুটবলাররা । তাই আক্রমণের ঝড় তুলে প্রথম থেকে জয় তুলে নেওয়া পাখির চোখ করেছেন হাবাস ।

ABOUT THE AUTHOR

...view details