পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Anubrata Mondal Kali Mantra নিজাম প্যালেসে ঘুম থেকে উঠেই মা কালীর ভজনা অনুব্রতর, জেরা আজ - Anubrata Mandal Nizam Palace News

গরুপাচার কাণ্ডে অভিযুক্ত অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করে সিবিআই ৷ সেদিনই গভীর রাতে তদন্তকারী সংস্থার আধিকারিকদের সঙ্গে তিনি পৌঁছন নিজাম প্যালেসে ৷ এখন সেখানেই আছেন তিনি । আজ তাঁকে জেরা করবে সিবিআই ৷ তার আগে মায়ের আরাধনায় মজলেন ভক্ত 'কেষ্ট' (Anubrata Mondal is at CBI Custody ) ৷

Anubrata Mandal Goddess Kali News
অনুব্রত মণ্ডলের কালীপুজো

By

Published : Aug 13, 2022, 11:07 AM IST

কলকাতা, 13 অগস্ট: এখন তিনি সিবিআই হেফাজতে ৷ নিজাম প্যালেস তাঁর বর্তমান ঠিকানা ৷ কী ভাবে কাটছে তাঁর দিন-রাত ? জানা গিয়েছে, শনিবার সকাল আটটা নাগাদ ঘুম থেকে উঠে কালী বন্দনায় মগ্ন হন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত । বৃহস্পতিবার সকালে তাঁর বীরভূমের বাড়িতে হানা দেয় সিবিআই ৷ তারপর বোলপুরের বাড়ি থেকে গ্রেফতার করে সিবিআই আধিকারিকরা ৷ এরপর গভীর রাতে কলকাতায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সদর দফতর নিজাম প্যালেসে এসে পৌঁছন তিনি (Arrested TMC leader Anubrata Mandal worships Goddess Kali in Nizam Palace) ৷

জানা গিয়েছে, রাতে ভালোই ঘুমিয়েছেন কেষ্ট । আজ সকালে তিনি ক্যাম্প খাট থেকে কোনও রকমে উঠে বসেন । তারপর দু'হাত জোর করে উপরের দিকে তাকিয়ে মা কালীর বন্দনা করতে দেখা যায় অনুব্রতকে । আউড়াতে থাকেন বেশ কয়েকটি মন্ত্র । মায়ের কাছে কি শক্তি চাইলেন গরুপাচার কাণ্ডে অভিযুক্ত দাপুটে তৃণমূল নেতা তা অবশ্য জানা যায়নি। বেশ কয়েকবার মন্ত্র পাঠ করে চুপ করে ক্যাম্প ঘাটে বসে থাকেন তিনি । এরপর প্রাতঃরাশে তাঁকে এক কাপ লাল চা এবং মাত্র দু'টি সুগার ফ্রি বিস্কুট দেওয়া হয় ।

আরও পড়ুন: শারীরিক পরীক্ষার জন্য কমান্ড হাসপাতালে অনুব্রত

নিজাম প্যালেস সূত্রে খবর, আজ বেলা বারোটার পর থেকে অনুব্রত মণ্ডলকে জেরা শুরু করবেন সিবিআই আধিকারিকেরা । গরুপাচার কাণ্ডে একাধিক তথ্য তদন্তকারী সংস্থার সামনে এসেছে । গ্রেফতারির দিন বীরভূমে তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের বাড়িতে গিয়ে বেশ কিছু প্রশ্ন করা হয় । কিন্তু তিনি কোনও প্রশ্নের উত্তর দেননি, তাই তাঁকে থেকে গ্রেফতার করে নিয়ে আসে সিবিআই ।

গোয়েন্দারা জানতে চাইছেন, অনুব্রত মণ্ডলের সঙ্গে গরুপাচারের যোগ কোথায় ? সূত্রের খবর, কিছু তথ্যপ্রমাণ ইতিমধ্যে সিবিআই-এর হাতে এসে পৌঁছেছে । অনুব্রতর সঙ্গে কথা বলে সেই বিষয়টিতেই নিশ্চিত হতে চায় সিবিআই। কী কী প্রশ্ন করা হবে, তার একটি প্রশ্নমালা সাজানো হয়ে গিয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details