পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Iftar at Mamata Dharna Mancha: মমতার নির্দেশে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে ইফতারের আয়োজন, দায়িত্বে ববি-অরূপ - অরূপ বিশ্বাস

মমতার নির্দেশে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে হবে ইফতার (Iftar in Mamata Dharna Mancha) ৷ আর দায়িত্বে রয়েছেন মমতার দুই মন্ত্রী ফিরহাদ হাকিম এবং অরূপ বিশ্বাস ৷ সেই ইফতারে মমতার ধরনা মঞ্চে উপস্থিত সকলে অংশ নিতে পারবেন ৷

Iftar in Mamata Dharna Mancha ETV BHARAT
Iftar in Mamata Dharna Mancha

By

Published : Mar 29, 2023, 6:04 PM IST

কলকাতা, 29 মার্চ: প্রথমে ঠিক ছিল মমতার ধরনা মঞ্চে হবে ইফতার ৷ কিন্তু তৃণমূল নেত্রীর নির্দেশে সেই ইফতারের জায়গা বদলে গেল ৷ ধরনা মঞ্চের বদলে বুধবার ইফতার হবে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে ৷ ফিরবাদ হাকিম এবং অরূপ বিশ্বাসের তত্ত্বাবধানে ইফতারের আয়োজন করা হয়েছে সেখানে ৷ থাকবেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুলা চৌধুরীও ৷

দূরদূরান্ত থেকে আসা কর্মী-সমর্থকদের মধ্যে যারা রমজান মাসে সিয়াম বা রোজা পালন করছেন তাঁদের জন্য ইফতারের ব্যবস্থা করা হয়েছে ৷ ইসলাম শরিয়ত মেনে রমজান মাসের ক্যালেন্ডার অনুযায়ী, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের ইফতারে অংশ নেবেন মুসলিম ভাই-বোনেরা (Iftar at Dharna Mancha of Mamata Banerjee) ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজ সন্ধেয় রাজ্যের দুই মন্ত্রী ফিরহাদ হাকিম এবং অরূপ বিশ্বাস ইফতারের সব আয়োজনের দায়িত্বে রয়েছেন ৷

বুধবার দুপুরের পর থেকে ইফতারের সব বন্দোবস্ত শুরু হয় ৷ সেই নিয়ে মঞ্চের আশেপাশে তোড়জোড় দেখা যায় ৷ এমনকী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও দুপুরের পর ইফতারের কথা ঘোষণা করেন ৷ মন্ত্রী অরূপ বিশ্বাস এবং ফিরহাদ হাকিমকে উদ্দেশ্য করে ইফতারের বিষয়টি তদারকির নির্দেশ দেন ৷ মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘আজ অন্নপূর্ণা পুজো রয়েছে ৷ একই ভাবে রমজান মাস চলছে ৷ মুসলিম ভাইবোনদের জন্য ইফতারের ব্যবস্থা রয়েছে ৷ সুষ্ঠুভাবে তা পরিবেশনের বিষয়টা ববি-অরূপ দু’জনেই দেখে নেবেন ৷ আপনারা যাঁরা রোজা পালন করছেন, তাঁরা অবশ্যই ইফতারের অংশগ্রহণ করবেন ৷’’

কিন্তু, বিকেলের পর হঠাতই ইফতারের জায়গা বদলে যায় ৷ অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম এবং সিদ্দিকুলা চৌধুরীকে নির্দেশ দেওয়া হয় ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে সব ব্যবস্থা করতে ৷ মমতার নির্দেশমতো, আয়োজন করা সব সামগ্রী দ্রুত সেখানে সরিয়ে নিয়ে যাওয়া হয় ৷ কিন্তু, হঠাৎ করে এই নির্দেশ কেন ? এ নিয়ে একটি সম্ভাবনার কথা উঠে আসছে ৷ এদিন শহিদ মিনারে অভিষেকের সভার শেষে তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি ত্রিণাঙ্কুর ভট্টাচার্য ঘোষণা করেন, সভায় উপস্থিত সকল মুসলমান ভাই-বোনদের জন্য মহামেডান স্পোর্টিং ক্লাবে ইফতারের ব্যবস্থা করা হয়েছে ৷ উল্লেখ্য, মমতার ধরনা মঞ্চ আর মহামেডান স্পোর্টিং ক্লাব পাশাপাশি ৷ ফলে নিরাপত্তা ব্যবস্থার সমস্যা দেখা দিতে পারে ৷

আরও পড়ুন:দলের প্রোগ্রাম, আমি ডবল ডিউটি করছি; ধরনা মঞ্চে মুখ খুললেন মমতা

সূত্রের দাবি, ধরনায় সামিল হওয়া মুসলিম তৃণমূল কংগ্রেস কর্মী ও সমর্থকরা ছাড়াও সরকারি কর্মকর্তা ও সহকারী কর্মীদের জন্য ইফতারের ব্যবস্থা করা হয়েছে ৷ একইভাবে সাংবাদিকরাও সেই ইফতারে অংশ নিতে পারবেন বলে জানা গিয়েছে ৷ মাঝে প্রশ্ন উঠেছিল, যাঁদের রোজা করছেন না, তাঁরা কী ইফতার থেকে বঞ্চিত ? না ৷ এমনটা কিন্তু একবারেই নয় ৷ পানীয় জল, টিফিনের ব্যবস্থা করা হয়েছে সকলের জন্যই ৷ প্রচণ্ড গরমের কারণে পানীয় জলের চাহিদা রয়েছে ৷ সেই মতো পর্যাপ্ত পরিমাণ পানীয় জলের ব্যবস্থাও করা হয়েছে মমতার ধরনা মঞ্চের আশেপাশে ৷

ABOUT THE AUTHOR

...view details