কলকাতা, 29 মার্চ: প্রথমে ঠিক ছিল মমতার ধরনা মঞ্চে হবে ইফতার ৷ কিন্তু তৃণমূল নেত্রীর নির্দেশে সেই ইফতারের জায়গা বদলে গেল ৷ ধরনা মঞ্চের বদলে বুধবার ইফতার হবে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে ৷ ফিরবাদ হাকিম এবং অরূপ বিশ্বাসের তত্ত্বাবধানে ইফতারের আয়োজন করা হয়েছে সেখানে ৷ থাকবেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুলা চৌধুরীও ৷
দূরদূরান্ত থেকে আসা কর্মী-সমর্থকদের মধ্যে যারা রমজান মাসে সিয়াম বা রোজা পালন করছেন তাঁদের জন্য ইফতারের ব্যবস্থা করা হয়েছে ৷ ইসলাম শরিয়ত মেনে রমজান মাসের ক্যালেন্ডার অনুযায়ী, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের ইফতারে অংশ নেবেন মুসলিম ভাই-বোনেরা (Iftar at Dharna Mancha of Mamata Banerjee) ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজ সন্ধেয় রাজ্যের দুই মন্ত্রী ফিরহাদ হাকিম এবং অরূপ বিশ্বাস ইফতারের সব আয়োজনের দায়িত্বে রয়েছেন ৷
বুধবার দুপুরের পর থেকে ইফতারের সব বন্দোবস্ত শুরু হয় ৷ সেই নিয়ে মঞ্চের আশেপাশে তোড়জোড় দেখা যায় ৷ এমনকী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও দুপুরের পর ইফতারের কথা ঘোষণা করেন ৷ মন্ত্রী অরূপ বিশ্বাস এবং ফিরহাদ হাকিমকে উদ্দেশ্য করে ইফতারের বিষয়টি তদারকির নির্দেশ দেন ৷ মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘আজ অন্নপূর্ণা পুজো রয়েছে ৷ একই ভাবে রমজান মাস চলছে ৷ মুসলিম ভাইবোনদের জন্য ইফতারের ব্যবস্থা রয়েছে ৷ সুষ্ঠুভাবে তা পরিবেশনের বিষয়টা ববি-অরূপ দু’জনেই দেখে নেবেন ৷ আপনারা যাঁরা রোজা পালন করছেন, তাঁরা অবশ্যই ইফতারের অংশগ্রহণ করবেন ৷’’