পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Anit Thapa in Nabanna: পাহাড়ের পুনর্গঠন নিয়ে আলোচনায় নবান্নে অনিত থাপা, কথা মুখ্যমন্ত্রীর সঙ্গেও - Anit Thapa meets with Chief Secretory

দেখা করার কথা আগেই ছিল ৷ সেই মতোই শুক্রবার নবান্নে এসে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর সঙ্গে বৈঠক করলেন জিটিএ প্রধান অনিত থাপা ৷ ফোনে কথা বলেছেন মুখ্যমন্ত্রীর সঙ্গেও ৷

Etv Bharat
নবান্ন

By ETV Bharat Bangla Team

Published : Oct 6, 2023, 6:01 PM IST

কলকাতা, 6 অক্টোবর: নবান্নে মুখ্যসচিবের সঙ্গে বৈঠক করলেন জিটিএ প্রধান অনিত থাপা । পাহাড়ে বিপর্যয়ের পর কলকাতায় এসে রাজ্য সরকারের সঙ্গে বৈঠক করবেন আগেই জানিয়েছিলেন জিটিএ প্রধান অনিত থাপা । সেই মতো শুক্রবার তিনি নবান্নে আসেন । আলাদা করে রাজ্যের মুখ্যসচিব হরেকৃষ্ণ দ্বিবেদীর সঙ্গে বৈঠক করেন এই বিষয়ে । দু'জনের মধ্যে প্রায় এক ঘণ্টারও বেশি সময় ধরে কথা হয় । বৈঠক চলাকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও কথা বলেন অনিত থাপা ।

পাহাড়ের সমস্যা সমাধানে দীর্ঘদিন ধরেই উদ্যোগী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ নেত্রী বারবারই বলেছেন, পাহাড়ের সমস্যার সমাধান হবে রাজনৈতিক উপায়ে ৷ হিংসা পরিত্যাগ করে সমস্ত পক্ষকে আলোচনায় আসার আহ্বানও জানানো হয়েছে রাজ্য সরকারের তরফে ৷ পাহাড়ের বিভিন্ন জনগোষ্ঠীর উন্নয়নে আলাদ পর্ষদও গঠন করেছেন মমতা ৷ এবার পাহাড় পুনর্গঠনের সমস্যা নিয়ে নবান্নে মুখ্যসচিব ও মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করলেন জিটিএ প্রধান অনিত থাপা ৷

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফোনে জিটিএ প্রধানকে আশ্বাস দিয়েছেন বর্তমানে পাহাড়ের মানুষের যে সংকট এই অবস্থায় রাজ্য সরকার তাদের পাশেই রয়েছে । যেহেতু এখনও বৃষ্টির জেরে পাহাড়ের বিপর্যয়ের ক্ষয়ক্ষতির পর্যালোচনার বিষয়টি চলছে পুরোদমে । তাই এই অবস্থায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কালিম্পংয়ের বেশ কিছুটা অংশ । এদিন সবকিছু নিয়ে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর ।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাহাড় পুনর্গঠনে সর্বাত্মক সাহায্যের আশ্বাস দিয়েছেন । প্রসঙ্গত, সিকিমের মেঘ ভাঙা বৃষ্টিতে উত্তরবঙ্গের বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি ও কোচবিহার-সহ একাধিক জেলা বিপর্যস্ত । এই অবস্থায় সরকার যুদ্ধকালীন তৎপরতায় পরিস্থিতি মোকাবিলায় নেমেছে ৷ সেই জায়গা থেকে এদিন জিটিএ প্রধান অনিত থাপার সঙ্গে বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল ।

আরও পড়ুন : হড়পা বানে উত্তরবঙ্গের বিপর্যস্ত পরিস্থিতি সামলাতে রাজ্য প্রশাসন তৈরি, জানালেন মমতা

ABOUT THE AUTHOR

...view details