কলকাতা, 6 অক্টোবর: নবান্নে মুখ্যসচিবের সঙ্গে বৈঠক করলেন জিটিএ প্রধান অনিত থাপা । পাহাড়ে বিপর্যয়ের পর কলকাতায় এসে রাজ্য সরকারের সঙ্গে বৈঠক করবেন আগেই জানিয়েছিলেন জিটিএ প্রধান অনিত থাপা । সেই মতো শুক্রবার তিনি নবান্নে আসেন । আলাদা করে রাজ্যের মুখ্যসচিব হরেকৃষ্ণ দ্বিবেদীর সঙ্গে বৈঠক করেন এই বিষয়ে । দু'জনের মধ্যে প্রায় এক ঘণ্টারও বেশি সময় ধরে কথা হয় । বৈঠক চলাকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও কথা বলেন অনিত থাপা ।
পাহাড়ের সমস্যা সমাধানে দীর্ঘদিন ধরেই উদ্যোগী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ নেত্রী বারবারই বলেছেন, পাহাড়ের সমস্যার সমাধান হবে রাজনৈতিক উপায়ে ৷ হিংসা পরিত্যাগ করে সমস্ত পক্ষকে আলোচনায় আসার আহ্বানও জানানো হয়েছে রাজ্য সরকারের তরফে ৷ পাহাড়ের বিভিন্ন জনগোষ্ঠীর উন্নয়নে আলাদ পর্ষদও গঠন করেছেন মমতা ৷ এবার পাহাড় পুনর্গঠনের সমস্যা নিয়ে নবান্নে মুখ্যসচিব ও মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করলেন জিটিএ প্রধান অনিত থাপা ৷