কলকাতা, 7 ডিসেম্বর:56 নম্বর ওয়ার্ডের অবৈধ নির্মাণকে কেন্দ্র করে এনটালির বিধায়ক স্বর্ণকমল সাহার বাড়ি সামনে বিক্ষোভ। শুধু বিক্ষোভ নয়, বিধায়কের নামে 'হায় হায়' ধ্বনি পর্যন্ত শোনা গেল মঙ্গলবার রাতে Locals alleged illegal constructions are being made in the area ) । স্থানীয়দের অভিযোগ, ইকবাল নামে বিধায়ক ঘনিষ্ঠ এক প্রোমোটার এলাকায় অবৈধ নির্মাণ করে চলেছেন। কেউ তাঁকে বাধা দিলে প্রোমোটারের গুন্ডা বাহিনী ওই ব্যক্তিকে মারধর করছে । এক যুবককেও এভাবেই মারধর করা হয় বলে অভিযোগ। আর তার জেরেই মধ্যরাতে উত্তেজনা ছড়াল মধ্য কলকাতার এই এলাকায়। তবে বিধায়কের দাবি এই ঘটনার সঙ্গে তাঁর কোনও যোগাযোগ নেই (MLA Swarna Kamal Saha denied all the charges) । শুধু তাই নয়, বিক্ষোভকারীদের প্রতি তাঁর পরামর্শ বেআইনি নির্মাণ হয়ে থাকলে সেটা কাউন্সিলর বা পুলিশকে জানাতে হবে । বিধায়ক হিসেবে তাঁর করার কিছু নেই ।
বিধায়কের কথায়, "ক্ষোভ-বিক্ষোভ থাকলে কাউন্সিলরের কাছে যান, পুলিশের কাছে যান এই বিষয়টা তো বিধায়কের দেখার কথা নয়। কেন বিধায়কের বাড়িতে এসে বিক্ষোভ করছেন ! আর এর সঙ্গে বিধায়কের যুক্ত থাকারও কোনও সূত্রই নেই। তাহলে কেন এ ধরনের ঘটনা ঘটছে। তার অভিযোগ এর পিছনে সুপরিকল্পিত চক্রান্ত রয়েছে। আর এই চক্রান্ত থেকেই তার বাড়ির সামনে বিক্ষোভ দেখানো হচ্ছে । অহেতুক তাকে বদনাম করতেই এ ধরনের ঘটনা ঘটানো হচ্ছে। প্রায় ৫০ বছর ধরে তিনি এলাকায় রাজনীতি করছেন । অতীতে কখনও এ ধরনের ঘটনা ঘটেনি। "