পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Covid Situation in Bengal: প্রায় 146 দিন পর ফের রাজ্যে করোনায় মৃত 1 - Bengal Covid Update

আবারও উদ্বেগ বাড়াচ্ছে করোনা (Bengal Covid Update ) ৷ এবার করোনা আক্রান্ত হয়ে কলকাতায় মৃত্যু হল এক বৃদ্ধের ৷ নদিয়ার বাসিন্দা গোবিন্দ কণ্ডু শ্বাসকষ্ট নিয়ে সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে ভরতি হয়েছিলেন ৷ সেখান থেকে বেলাঘাটা আইডি হাসপাতালে তাঁকে স্থানান্তরিত করা হলে তাঁর মৃত্যু হয় ৷

Coroma Situation in Bengal
করোনা পরিস্থিতি

By

Published : Mar 26, 2023, 7:04 AM IST

Updated : Mar 26, 2023, 7:15 AM IST

কলকাতা, 27 মার্চ: ফের উদ্বেগ বাড়াচ্ছে করোনা । এবার করোনায় আক্রান্ত হয়ে শনিবার মৃত্যু হল নদিয়ার বাসিন্দার গোবিন্দ কুণ্ডু ৷ সম্প্রতি শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে ভরতি হয়েছিলেন সল্টলেকের এক বেসরকারি হাসপাতালে (One person died of Covid in West Bengal)। সেখানে প্রায় 2 সপ্তাহ ধরে চিকিৎসা চলে। তারপর বেলেঘাটা ইডি হাসপাতালে স্থানান্তরিতের পরই তাঁর মৃত্যু হয় ৷

মৃতের বয়স 72 বছর । জানা গিয়েছে, অনেকদিন ধরেই শ্বাসকষ্ট জনিত বেশ কিছু সমস্যায় ভুগছিলেন তিনি । মাঝে প্রায় দু’সপ্তাহ ভরতি ছিলেন সল্টলেকের ওই বেসরকারি হাসপাতালে । সেখান থেকে তাঁকে ছুটি দিয়ে দেওয়া হয়েছিল । পরিবার সূত্রে খবর, হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরের দিনই ফের অসুস্থ হয়ে পড়েন, ফলে তাঁকে আবারও হাসপাতালে ভরতি করতে হয় । অসুস্থতা ক্রমশ বাড়তে থাকায় হাসপাতালের পক্ষ থেকে করোনা পরীক্ষা করা হলে তাঁর রিপোর্ট পজিটিভ আসে । পজিটিভ রিপোর্ট পাওয়া মাত্রই হাসপাতালের তরফে বলা হয় রোগীকে স্থানান্তরিত করার জন্য । সেইমতোই বেলেঘাটা আইডি হাসপাতালে তাঁকে স্থানান্তরিত কার হয় ৷ এরপর তাঁর মৃত্যুর খবর পাওয়া যায়।

আরও পড়ুন :আপনি একসঙ্গে কোভিড ও H3N2-র শিকার হতে পারেন ! কী বলছেন বিশেষজ্ঞরা ?

প্রসঙ্গত, কিছুদিন আগেই দেশে ফের একবার করোনার বাড়বাড়ন্ত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল কেন্দ্র । তা নিয়ে বৈঠক ও করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, গত কয়েকদিনে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা কিছুটা করে বাড়তে শুরু করেছে। বাংলায় এখন সক্রিয় রোগীর সংখ্যা পঞ্চাশ পেরিয়ে গিয়েছে । কিছুদিন আগে করোনা নিয়ে সতর্ক হওয়ার জন্য 6 রাজ্যকে চিঠিও দিয়েছে কেন্দ্র সরকার । যদিও সেই তালিকায় নেই বাংলা । তবে চিকিৎসকদের মতে, বাংলায় করোনা টেস্ট অনেক কম হচ্ছে, তাই রিপোর্ট নেই । পরিসংখ্যান অনুয়ায়ী 146 দিন পর বাংলায় করোনা রোগীর সংখ্যা বাড়ল । যা আবারও ভয় ধরাচ্ছে আমজনতার মনে । যদিও চিকিৎসকের পক্ষ থেকে টিকাকরণের উপর নজর রাখা হয়েছে । তাঁদের মতে টিকাকরণের ফলে সাধারণ মানুষের শরীরের ইমিউনিটি অনেক বেড়েছে । ফলে করোনার আগের মত ভয়ানক রূপ নেওয়ার সম্ভাবনা বেশ কম ।

Last Updated : Mar 26, 2023, 7:15 AM IST

ABOUT THE AUTHOR

...view details