কলকাতা, 27 মার্চ: ফের উদ্বেগ বাড়াচ্ছে করোনা । এবার করোনায় আক্রান্ত হয়ে শনিবার মৃত্যু হল নদিয়ার বাসিন্দার গোবিন্দ কুণ্ডু ৷ সম্প্রতি শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে ভরতি হয়েছিলেন সল্টলেকের এক বেসরকারি হাসপাতালে (One person died of Covid in West Bengal)। সেখানে প্রায় 2 সপ্তাহ ধরে চিকিৎসা চলে। তারপর বেলেঘাটা ইডি হাসপাতালে স্থানান্তরিতের পরই তাঁর মৃত্যু হয় ৷
মৃতের বয়স 72 বছর । জানা গিয়েছে, অনেকদিন ধরেই শ্বাসকষ্ট জনিত বেশ কিছু সমস্যায় ভুগছিলেন তিনি । মাঝে প্রায় দু’সপ্তাহ ভরতি ছিলেন সল্টলেকের ওই বেসরকারি হাসপাতালে । সেখান থেকে তাঁকে ছুটি দিয়ে দেওয়া হয়েছিল । পরিবার সূত্রে খবর, হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরের দিনই ফের অসুস্থ হয়ে পড়েন, ফলে তাঁকে আবারও হাসপাতালে ভরতি করতে হয় । অসুস্থতা ক্রমশ বাড়তে থাকায় হাসপাতালের পক্ষ থেকে করোনা পরীক্ষা করা হলে তাঁর রিপোর্ট পজিটিভ আসে । পজিটিভ রিপোর্ট পাওয়া মাত্রই হাসপাতালের তরফে বলা হয় রোগীকে স্থানান্তরিত করার জন্য । সেইমতোই বেলেঘাটা আইডি হাসপাতালে তাঁকে স্থানান্তরিত কার হয় ৷ এরপর তাঁর মৃত্যুর খবর পাওয়া যায়।