কলকাতা, 7 নভেম্বর: নির্বাচন এলেই ঘুরেফিরে সিএএ-র (CAA) প্রসঙ্গ ওঠে । আসন্ন গুজরাত বিধানসভা নির্বাচনের আগে নাগরিকত্ব আইন নিয়ে আবারও শাসক-বিরোধী তরজা শুরু হয়েছে । গুজরাত-সহ বিভিন্ন রাজ্যে রাজনৈতিক দলগুলি, তা নিয়ে নিজেদের মতো মতামত ব্যক্ত করছে । যেমন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বাংলায় সিএএ লাগু করতে দেবেন না বলেই জানিয়েছেন ।
এই প্রসঙ্গেই সোমবার প্রদেশ কংগ্রেস সভাপতি তথা লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীররঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury) রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Narendra Modi) একযোগে কড়া আক্রমণ করেছেন । পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সদর দফতর বিধান ভবনে সাংবাদিক সম্মেলনে অধীর চৌধুরী বলেন, " সিএএ নিয়ে ধাপ্পা মারছে দিদি-মোদি ।"
অধীরের আরও দাবি, "গুজরাতের যে তিন জেলায় নাগরিকত্ব আইনের মাধ্যমে ভিনদেশীদের নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছে, তা 1955 সালের আইন মেনে । যা তিন জেলার জেলাশাসকরা ওই আইন মেনে নাগরিকত্ব দিতে পারেন । আগেও পেরেছে ৷ আগামীতেও পারবেন ।’’
অধীর আরও বলেন, ‘‘কিন্তু, 2019 সালে পাস হওয়া সিএএ আইন তিন বছর পেলেও কেন্দ্রীয় সরকার কিন্তু এখনও বাস্তবায়ন করতে পারেনি । বিরোধীরা তা কখনোই করতে দেবে না । সেদিনও আমরা বলেছিলাম ধর্মীয় কারণে নাগরিকত্ব দেওয়া যেতে পারে না । টার্গেটেড রেজিস্ট্রেশন ভারতীয় সংবিধান অনুমতি দেয় না । ভারতবর্ষের নাগরিক হওয়ার সমস্ত সুযোগ সুবিধা 1955 সালের আইন অনুযায়ী সংবিধানে আছে । যেখানে 2019 এর সিএএ আইন প্রয়োজন হয় না ।’’