কলকাতা, 11 জুন: পঞ্চায়েত নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন প্রান্তে হিংসার ঘটনা ইতিমধ্যেই সামনে এসেছে ৷ মুর্শিদাবাদ জেলায় এক কংগ্রেস কর্মীও খুন হয়েছেন । সোমবার আবার মনোনয়ন জমা নেওয়া শুরু হবে ৷ রবিবার ফের অশান্তির আশঙ্কা প্রকাশ করে নির্বাচন কমিশনের কাছে তৃণমূল ও পুলিশের বিরুদ্ধে অভিযোগ করে চিঠি দিয়েছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী ৷
মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে জেলায় আবারও সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী । শাসকদল তৃণমূল কংগ্রেস এবং পুলিশের তরফে পরিকল্পনামাফিক বিরোধীদের মনোনয়নপত্র জমা দেওয়া বন্ধ করতে নানান রকম পদক্ষেপ করা হচ্ছে বলে অভিযোগ অধীরের । রবিবার সন্ধ্যায় এ বিষয়ে বিস্তারিত তথ্য দিয়ে রাজ্য নির্বাচন কমিশনার রাজিবা সিনহাকে চিঠি লিখেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি ।
সেই চিঠিতে মুর্শিদাবাদের ডোমকল-সহ একাধিক জায়গায় কংগ্রেস ও বিরোধী রাজনৈতিক দলের প্রার্থীদের মনোনয়নে তৃণমূল কংগ্রেসের তরফে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন অধীর । কংগ্রেসের 72 জন কর্মী সমর্থক এবং প্রার্থীকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে আটক করে রাখা হয়েছে বলেও চিঠিতে নির্বাচন কমিশনারকে জানিয়েছেন তিনি । নির্বাচন কমিশনকে অধীর অভিযোগ করে লেখেন, "ডোমকল-সহ মুর্শিদাবাদের স্থানীয় পুলিশ প্রশাসনের রাজ্যের শাসকদলের প্রতি আনুগত্যের কারণে দুর্বৃত্তরা বেআইনি অস্ত্র নিয়ে এলাকায় আতঙ্কজনক পরিস্থিতি তৈরি করছে । যা অবিলম্বে নিয়ন্ত্রণ করা দরকার । ডোমকল ব্লকে পঞ্চায়েত নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন জমা দিতে বাধা দেওয়ার লক্ষ্যে এলাকায় সন্ত্রাসের রাজত্ব তৈরি হয়েছে ।"