পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ত্রাণ দিতে গিয়ে সপাটে চড় খেলেন রুদ্রনীল

ঘটনার আকস্মিকতা কাটিয়ে কালীঘাট থানায় অভিযোগ দায়ের করেছেন রুদ্রনীল ৷

rudranil ghosh
rudranil ghosh

By

Published : May 28, 2021, 9:12 PM IST

কলকাতা, 28 মে : বিধানসভা নির্বাচনে ভবানীপুর থেকে দাঁড়িয়ে গো হারা হেরেছিলেন ৷ বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষকে নিয়ে ভবানীপুরবাসীর মনোভাব তখনই স্পষ্ট হয়ে গিয়েছিল ৷ এবার হাতেনাতে তার প্রমাণ মিলল ৷ ভবানীপুরে ত্রাণ দিতে গিয়ে সপাটে চড় খেলেন বিজেপির তারকা মুখ রুদ্রনীল ঘোষ ৷ ঘটনার আকস্মিকতা কাটিয়ে কালীঘাট থানায় অভিযোগ দায়ের করেছেন রুদ্রনীল ৷

লিখিত অভিযোগে রুদ্রনীল লিখেছেন, "আজ আমি ও আমার সহযোগীরা ভবানীপুরের 71 নম্বর ওয়ার্ডে দরিদ্র ও কর্মহীন মানুষদের হাতে ত্রাণ দিতে যাই ৷ হঠাৎ ওই ওয়ার্ডের তৃণমূল সভাবিত বাবলু সিংহের নেতৃত্বে আমাদের উপর গালিগালাজ, মারধর শুরু হয় ৷ আমাকে বারবার চড়চাপড় মারতে মারতে বলা হয়, তুই ভবানীপুরে বিজেপির প্রার্থী ছিলিস না ? এক্ষুনি ত্রাণের মালপত্র নিয়ে বের ৷ নাহলে বেঁচে বাড়ি ফিরবি না ৷ বিজেপির কোনও ত্রাণ আমাদের এলাকায় দিতে হবে না ৷"

ত্রাণ দিতে গিয়ে সপাটে চড় খেলেন রুদ্রনীল

আরও পড়ুন : ত্রাণ শিবিরে ভিড় বাড়িয়ে করোনা ছড়ানোর চক্রান্ত বিজেপির, ভাইরাল চ্য়াট দেখিয়ে অভিযোগ তৃণমূলের

এই ঘটনায় তৃণমূল নেতৃত্ব বলেছে, তৃণমূলের তরফে এলাকায় ভালভাবে কাজ হচ্ছে । তাও বিজেপির তরফে এলাকায় উত্তেজনা তৈরি করা হচ্ছে ৷ এদিকে রুদ্রনীলের বক্তব্য, কোভিড পরিস্থিতিতে রাজনীতি করছে তৃণমূল । এলাকায় কি শুধু মমতা বন্দ্যোপাধ্যায় একাই উন্নয়ন করবেন ? আর কেউ কোনও কাজ করতে পারবেন না ? প্রশ্ন বিজেপি নেতার ৷

ABOUT THE AUTHOR

...view details