পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

TMCP Foundation Day সমাবেশের আগের দিন সভামঞ্চ পরিদর্শন অভিষেকের - মমতা বন্দ্যোপাধ্যায়

প্রত্যেক বছর 28 অগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকীতে (TMCP Foundation Day) সমাবেশ হয় মেয়ো রোডে। প্রধান বক্তা হিসেবে থাকেন অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তবে গত 14 অগস্ট প্রাক স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বেহালায় গিয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন এবছর তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান হবে 29 অগস্ট ।

TMCP Foundation Day
ETV Bharat

By

Published : Aug 28, 2022, 11:07 PM IST

কলকাতা, 28 অগস্ট: তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকীর আগের দিন (TMCP Foundation Day) সন্ধ্যায় মেয়ো রোডে সভাস্থল ঘুরে দেখলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ।

রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ছাত্রছাত্রীরা কলকাতায় এসে উপস্থিত হয়েছেন ইতিমধ্যেই। দূরবর্তী জেলা থেকে আসা ছাত্রছাত্রীদের ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে থাকার ব্যবস্থা করা হয়েছে। সোমবার সেখান থেকে সকলেই মিছিল করে আসবেন মেয়ো রোডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনতে। ঠিক তার আগের দিন আজ রবিবার সন্ধ্যেয় সভাস্থল পরিদর্শন করলেন অভিষেক। এদিন সন্ধ্যায় তাঁর সঙ্গে ছিলেন তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তিণাঙ্কুর ভট্টাচার্য এবং দক্ষিণ কলকাতা যুব তৃণমূলের সভাপতি সার্থক বন্দ্যোপাধ্যায়। প্রায় আধঘন্টা তিনি মেয়ো রোডে ছিলেন। তারপর তিনি সেখান থেকে চলে যান।

প্রসঙ্গত, এবারের এই ছাত্র সমাবেশ রাজনৈতিকভাবে ভীষণ তাৎপর্যপূর্ণ। কারণ একুশে জুলাই শহিদ সমাবেশের পর রাজ্য-রাজনীতিতে অনেক ঘটনা ঘটে গিয়েছে। ওইদিন সঞ্চালকের ভূমিকায় থাকা তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় নিয়োগ দুর্নীতি মামলায় (SSC Scam) ইতিমধ্যেই কারা অন্তরালে রয়েছেন। দল এবং সরকারের তরফ থেকে তাঁর সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করা হয়েছে।

সমাবেশের আগের দিন সভামঞ্চ পরিদর্শন অভিষেকের

আরও পড়ুন:অনুব্রতহীন বীরভূমে সেপ্টেম্বরেই সফরের সম্ভাবনা মুখ্যমন্ত্রীর

দলের আরেক হেভিওয়েট নেতা অনুব্রত মণ্ডল গরু পাচারের অভিযোগে (Cattle Smuggling Case) এই মুহূর্তে জেল বন্দি। এমতাবস্থায় এই ছাত্র সমাবেশ অন্য গুরুত্ব নিয়ে হাজির হয়েছে। দল কোন পথে চলবে সেই বার্তা দেবেন। ফলে দলনেত্রী কী বার্তা দেন সেদিকেই তাকিয়ে সবাই।

ABOUT THE AUTHOR

...view details