কলকাতা, 28 অগস্ট: তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকীর আগের দিন (TMCP Foundation Day) সন্ধ্যায় মেয়ো রোডে সভাস্থল ঘুরে দেখলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ।
রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ছাত্রছাত্রীরা কলকাতায় এসে উপস্থিত হয়েছেন ইতিমধ্যেই। দূরবর্তী জেলা থেকে আসা ছাত্রছাত্রীদের ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে থাকার ব্যবস্থা করা হয়েছে। সোমবার সেখান থেকে সকলেই মিছিল করে আসবেন মেয়ো রোডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনতে। ঠিক তার আগের দিন আজ রবিবার সন্ধ্যেয় সভাস্থল পরিদর্শন করলেন অভিষেক। এদিন সন্ধ্যায় তাঁর সঙ্গে ছিলেন তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তিণাঙ্কুর ভট্টাচার্য এবং দক্ষিণ কলকাতা যুব তৃণমূলের সভাপতি সার্থক বন্দ্যোপাধ্যায়। প্রায় আধঘন্টা তিনি মেয়ো রোডে ছিলেন। তারপর তিনি সেখান থেকে চলে যান।