কলকাতা, 1 জানুয়ারি : সোমবার উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । 7 জানুয়ারি গঙ্গারামপুরে একটি রাজনৈতিক সভা করবেন তিনি ।
ইতিমধ্যেই উত্তরবঙ্গের একাধিক তৃণমূল নেতা দলবদল করেছেন । নির্বাচনের আগে তা নিয়ে রীতিমতো চাপে রয়েছে তৃণমূল কংগ্রেস । এমনিতেই লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গে দলের ভরাডুবি হয়েছে । বিধানসবা নির্বাচনে তার পুনরাবৃত্তি যাতে না ঘটে তার জন্য ইতিমধ্যেই পদক্ষেপ করেছে দলের শীর্ষ নেতৃত্ব ।
কয়েকদিন আগে উত্তরবঙ্গ সফরে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্য়ায় । কোচবিহারে রাসমেলার মাঠে সভা করেছিলেন তিনি । এবার উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । সেখানে দলীয় নেতাদের সঙ্গে বৈঠক করবেন তিনি । তাঁর সঙ্গে উত্তরবঙ্গে যেতে পারেন প্রশান্ত কিশোর ।