কলকাতা, 16 ডিসেম্বর: বাংলার দাবি আদায়ের জন্য প্রধানমন্ত্রী সঙ্গে সাক্ষাতের সময় চেয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেইমতো সময়ও দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই অনুযায়ী আগামিকাল রবিবার দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী। 19 এবং 20 দু'দিনে দু'টি মেগা বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে মমতার। প্রথম দিন বৈঠক 'ইন্ডিয়া' জোটের শরিকদের সঙ্গে।
এরপর 20 ডিসেম্বর তিনি বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে। আর এই বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গী হচ্ছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর এই বৈঠক প্রসঙ্গে আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, এই বৈঠকে কয়েকজন সাংসদও থাকতে পারেন। এদিন তৃণমূল সূত্র থেকে জানা গিয়েছে, এই বৈঠকে উপস্থিত থাকছেন অভিষেক নিজেই।
প্রসঙ্গত, 100 দিনের কাজ-সহ রাজ্যে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের দাবি আদায়ের তৃণমূলের আন্দোলনে প্রধান মুখ ছিলেন অভিষেকই। গান্ধি জয়ন্তীতে রাজঘাটে ধরনা, পরের দিন যন্তরমন্তরে বিক্ষোভের পর কৃষি ভবন অভিযান, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি; সবমিলিয়ে দিল্লিতে রাজ্যের মানুষের দাবি নিয়ে আন্দোলনকে অক্টোবরে অন্য মাত্রা দিয়েছিলেন অভিষেক। দিল্লি থেকে ফিরে টানা পাঁচদিন রাজভবনের গেটের সামনে ধরনাতেও বসেছিলেন তিনি। সেখান থেকেই তিনি জানিয়েছিলেন এরপরেও দাবি আদায় না-হলে পথে নামবেন খোদ মমতা। সেইমতো নেতাজি ইনডোর স্টেডিয়াম থেকে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি চলোর ডাক দিয়েছিলেন। জানিয়েছিলেন, তিনি প্রধানমন্ত্রীর সময় চাইবেন ৷ এরপরেও যদি কাজ না হয় তবে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন। সেইমতোই এই সাক্ষাৎ।
আর এই সাক্ষাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গী হচ্ছেন অভিষেক। এখনও পর্যন্ত যা খবর তাতে 20 ডিসেম্বর বেলা 11টায় প্রধানমন্ত্রীর দফতরে গিয়ে তাঁর সঙ্গে দেখা করবেন মমতা। তাঁদের সঙ্গে থাকবে তৃণমূলের একটি সংসদীয় প্রতিনিধি দলও। সেই প্রতিনিধি দলে অভিষেক ছাড়াও থাকবেন দলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়, রাজ্যসভার দলনেতা ডেরেক ও'ব্রায়েন-সহ কয়েকজন সিনিয়র সাংসদ। এছাড়া দলের রাজ্য সভাপতি দক্ষিণ কলকাতার সাংসদ সুব্রত বক্সিও থাকতে পারেন। যা খবর তাতে, আগামিকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই দিল্লি যাবেন অভিষেক।
আরও পড়ুন:
- দেশের 'শাহেনশা' 'বাদশা'রা তাঁর জীবন বদলে দিতে পারে না, মোদি-শাহকে কটাক্ষ করে জবাব বাবুল সুপ্রিয়র
- 'ইন্ডিয়া জোটের বৈঠক নয়, তিন রাজ্যে পরাজয়ের পর শোকসভায় যাচ্ছেন মুখ্যমন্ত্রী', কটাক্ষ শুভেন্দুর
- 'নতুন অ্যাডভোকেট জেনারেলের ফাইল সই করে পাঠিয়ে দিয়েছি', সাংবাদিকদের বললেন রাজ্যপাল