কলকাতা, 20 মার্চ: পঞ্চায়েত নির্বাচনের আগে জেলায় জেলায় যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) । গত লোকসভা এবং বিধানসভা ভোটে ফলাফল খারাপ হয়েছে এমন জায়গা শনাক্ত করে রাজ্যে 60টি সভা করবেন তিনি ৷ আর একথা আগেই জানিয়েছিলেন ডায়মন্ড বারবারের সাংসদ । আগামী 27 মার্চ থেকে এই কর্মসূচি শুরু করছেন তিনি। পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে রাজ্যজুড়ে কর্মসূচি শুরু হতে চলেছে 27 মার্চ আমতলা থেকে (Meeting in Amtala)। তৃণমূল সূত্রে খবর, এই আমতলা থেকেই পঞ্চায়েতের প্রচার শুরু করবেন অভিষেক ৷
ইতিমধ্যেই রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস পঞ্চায়েত ভোটকে সামনে রেখে তাদের রাজনৈতিক প্রস্তুতি শুরু করে দিয়েছে । গত 17 মার্চ তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে একটি সভা হয় । সেই সভা থেকেই মোটামুটি পঞ্চায়েত ভোটকে সামনে রেখে দলের যে রূপরেখা তৈরির কাজ, সেটা করা হয়েছে । এই বৈঠক থেকেই দলের বিভিন্ন নেতাকে জেলা ধরে ধরে দায়িত্ব দেওয়া হয়েছে । সেই বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই মুর্শিদাবাদ এবং বীরভূম জেলা দেখবেন বলে জানিয়েছেন ।
সেই মেগা বৈঠকে উপস্থিত ছিলেন অভিষেকও ৷ তিনিও তাঁর মত করে দলীয় নেতৃত্বকে পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি নেওয়ার কথা বলেছেন । জানা যাচ্ছে, দলের জেলা সংগঠনকে চাঙ্গা করতেই অভিষেক বন্দ্যোপাধ্যায় এই জেলা সফর শুরু করছেন । উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ ধরে ধরে তিনি বিভিন্ন জেলায় যাবেন এবং সাংগঠনিক সভা করবেন। সঙ্গে তাঁর জনসভা করার কথা রয়েছে। 27 মার্চ তাঁর নিজের লোকসভা কেন্দ্র আমতলাতে জনসভা থেকে এই কর্মসূচির সূত্রপাত হবে। পাশাপাশি চলতি অথবা আগামী মাসে আলিপুরদুয়ার, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, উত্তর দিনাজপুর আরামবাগ-সহ একাধিক জায়গায় তাঁর জনসভা করার কথা রয়েছে ।