কলকাতা, 30 সেপ্টেম্বর: দিল্লিতে ধরনা দেবে তৃণমূল কংগ্রেস ৷ সেই ধরনায় সামিল হবে বাংলার বিভিন্ন গ্রামের বাসিন্দারা ৷ কেউ থাকবেন স্বশরীরে ৷ আবার কেউ ভার্চুয়ালি সমর্থন জানাবেন ঘাসফুল শিবিরের এই কর্মসূচিকে ৷ শনিবার তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি ঘোষণাতেই সেই বিষয়টি স্পষ্ট হয়েছে ৷
এ দিন সোশাল মিডিয়ায় একটি লাইভ ভিডিয়োর মাধ্যমে তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ 18 মিনিট 14 সেকেন্ডের সেই বার্তার একেবারে শেষের দিকে এই ঘোষণা করেছেন তিনি ৷ জানিয়েছেন, আগামী 2 অক্টোবর গান্ধি জয়ন্তীতে দিল্লির রাজঘাটে শান্তিপূর্ণ অবস্থান করবে তৃণমূল কংগ্রেস ৷ সেই অবস্থানে সামিল হবেন বাংলার ঘাসফুল শিবিরের কর্মী ও সমর্থকরা ৷
তিনি জানিয়েছেন, পশ্চিমবঙ্গে গ্রাম পঞ্চায়েতের প্রধান ও অঞ্চল সভাপতিরা ওইদিন গান্ধি গ্রামসভার আয়োজন করবেন ৷ সেই গ্রামসভায় সাধারণ মানুষ গান্ধিজিকে শ্রদ্ধা জানিয়ে দিল্লিতে আন্দোলনের প্রতি সমর্থন জানাবেন ৷
গত 21 জুলাই শহিদ দিবসের মঞ্চ থেকে অভিষেক দিল্লিতে গিয়ে ধরনা কর্মসূচির ঘোষণা করেছিলেন ৷ ঠিকছিল রামলীলা ময়দানে ধরনা হবে ৷ কিন্তু একাধিকবার অনুমতি চাওয়া হলেও সেই অনুমতি দিল্লি পুলিশ দেয়নি ৷ পরিবর্তে তৃণমূল কংগ্রেস গান্ধি জয়ন্তীতে রাজঘাটে শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ করবে বলে ঠিক করেছে ৷
সেই কারণে শনিবারই তৃণমূলের কর্মী-সমর্থকরা দিল্লির উদ্দেশে রওনা দিয়েছেন ৷ তৃণমূলের তরফে প্রায় 50টি বাসে কর্মীদের নিয়ে যাওয়া হচ্ছে ৷ প্রাথমিকভাবে ট্রেনে যাওয়া হবে বলে ঠিক করেছিল ঘাসফুল শিবির ৷ কিন্তু রেলের তরফে ট্রেন ভাড়া না দেওয়ায় বাসেই যাচ্ছেন বাংলার শাসক দলের কর্মীরা ৷
রবিবার তাঁদের পৌঁছানোর কথা জাতীয় রাজধানীতে ৷ তার পর সোমবার গান্ধি জয়ন্তীতে রয়েছে তাঁদের প্রথম কর্মসূচি ৷ এর পরের দিন 3 অক্টোবর যন্তরমন্তরে ধরনা দেবে তৃণমূল কংগ্রেস ৷ সেই কর্মসূচির লাইভ টেলিকাস্ট করা হবে বাংলার প্রতিটি গ্রাম পঞ্চায়েত এলাকায় ৷ শনিবার ভার্চুয়াল বার্তায় সেই কথাই জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷
আরও পড়ুন:পারলে দিল্লিতে আন্দোলন আটকে দেখান, মোদি সরকারকে চ্যালেঞ্জ অভিষেকের