পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Abhishek vs Suvendu: ডিসেম্বরের শুরুতেই ঊর্ধ্বমুখী রাজনীতির পারদ ! শনিতে একে-অপরের গড়ে অভিষেক-শুভেন্দু

ডিসেম্বরের শুরুতেই চড়ছে রাজ্য রাজনীতির পারদ (Abhishek vs Suvendu)৷ শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড় ডায়মন্ড হারবারে থাকছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)৷ আবার শুভেন্দুর গড় কাঁথিতে সভা করতে চলেছেন অভিষেক (Abhishek Banerjee)৷

Abhishek Banerjee and Suvendu Adhikari to hold meetings at Diamond Harbour Contai on Saturday
ডিসেম্বরের শুরুতেই চড়ছে রাজনীতির পারদ ! শনিতে একে-অপরের গড়ে অভিষেক-শুভেন্দু

By

Published : Dec 2, 2022, 2:37 PM IST

কলকাতা, 2 ডিসেম্বর:ডিসেম্বর মাস এসে গিয়েছে । ডিসেম্বরের শুরুতেই রাজনৈতিক উত্তাপ চরমে । শনিবারে শুভেন্দু (Abhishek vs Suvendu) গড়ে অভিষেক, আবার অভিষেকের (Abhishek Banerjee) নির্বাচনী ক্ষেত্র ডায়মন্ড হারবারে থাকবেন বিরোধী দলনেতা । আর এই দুই গুরুত্বপূর্ণ সভাকে কেন্দ্র করে চড়ছে রাজনীতির পারদ ।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাঁথিতে যে সভা রয়েছে তাকে কেন্দ্র করে ইতিমধ্যেই শাসকদলের প্রস্তুতি তুঙ্গে । আর শাসকের এই উদ্যোগকেই কটাক্ষ করেছে গেরুয়া শিবির ৷ শুক্রবার বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি তথা খড়্গপুরের বিধায়ক দিলীপ ঘোষ অভিযোগ করেছেন, এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের কাছে কোনও ইস্যু নেই । কোনও ভাবে ওরা বিরোধী দলনেতাকে (Suvendu Adhikari) আটকাতে পারছে না । আর তাই নেতার বাড়ির সামনে গিয়ে উৎপাত করা ছাড়া তাদের কোনও কাজ নেই । নিজের পার্টির মধ্যে এত সংঘাত, এত ঝগড়া ঝামেলা, এত কিছু হচ্ছে ৷ তা না সামলে তারা বিজেপির পেছনে পড়ে আছে ।

যদিও দিলীপ ঘোষের এই বক্তব্য নিয়ে ভাবিত নয় তৃণমূল শীর্ষ নেতৃত্ব । বরং তাদের বক্তব্য, তৃণমূল কংগ্রেস বিজেপিকে নিয়ে ভাবিত নয় । এটা দলের দীর্ঘদিনের কর্মসূচি । সাংগঠনিক কর্মসূচির অংশ । কাজেই এ প্রসঙ্গে দিলীপ ঘোষ কী বলছেন তাতে কিছু যায় আসে না । এ দিনের এই কর্মসূচি প্রসঙ্গে দলের অন্যতম মুখপাত্র তথা মহিলা নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, "আদালতের নির্দেশ মেনে আমরা শান্তিপূর্ণভাবে দলের রাজনৈতিক কর্মসূচি করলে কারও অসুবিধা হওয়ার তো কথা নয় । তার মানে কি অভিষেককে ভয় পাচ্ছেন বিরোধী দলনেতা ? আর সেই কারণেই এই সভা আটকানোর চেষ্টা হচ্ছে ? অভিষেকের প্রতি মানুষের যে সমর্থন সেটাকেই কি মেনে নিতে কষ্ট হচ্ছে বিজেপি নেতাদের ?"

আরও পড়ুন:শনিবারই অভিষেকের গড় ডায়মন্ড হারবারে শুভেন্দুর সভা, অনুমতি হাইকোর্টের

অন্যদিকে জানা যাচ্ছে, শনিবার অভিষেকের সভাস্থলের 100 মিটারে থাকা একাধিক স্কুলে পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে । যদিও এর সঙ্গে কোনও রাজনীতির যোগ নেই । স্কুলগুলি স্বতঃপ্রণোদিত হয়েই এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা যাচ্ছে । এ নিয়ে স্কুল কর্তৃপক্ষের বক্তব্য, এমনিতেই ওই অঞ্চলে এখন থেকেই এই সভাকে কেন্দ্র করে প্রচুর গাড়ি যাতায়াত করছে । কার্যত সভার দিন ওই এলাকার রাস্তাঘাটের দখল চলে যাবে শাসকদলের কর্মীদের হাতে । এই অবস্থায় ছাত্রছাত্রীরা রাস্তায় নেমে সমস্যায় পড়তে পারেন ভেবেই এই সিদ্ধান্ত ।

এ দিন এই নিয়ে তৃণমূল কংগ্রেস বিধায়ক তথা মন্ত্রী অখিল গিরিকে প্রশ্ন করা হলে তিনি জানিয়েছেন, "পরীক্ষা হোক আমরা চাই । আমরা সামগ্রিকভাবে চেষ্টা করছি সাধারণ মানুষ এবং ছাত্রছাত্রীদের অসুবিধা না করতে । স্কুলের সিদ্ধান্তে তো আমাদের কোনও হাত নেই । এই সময়টায় অনেক স্কুলেই পরীক্ষা থাকে ৷ আমাদের কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে জনগণের অসুবিধা না করে সভাস্থলে আসতে । একইসঙ্গে নিয়ন্ত্রিত ভাবে মাইক ব্যবহারের কথাও দলীয় কর্মীদের বলা হয়েছে ।"

ABOUT THE AUTHOR

...view details