কলকাতা, 17 অক্টোবর: সভাপতি নির্বাচনের জন্য সোমবারই ভোটগ্রহণ পর্ব অনুষ্ঠিত হয়েছে দেশের শতাব্দীপ্রাচীন রাজনৈতিক দল কংগ্রেসে (Congress President Election) ৷ আর নির্বাচন পর্বের মাঝেই কংগ্রেসের সভাপতি হওয়ার দৌড়ে থাকা মল্লিকার্জুন খাড়গের সমর্থনে টুইট করলেন অভিজিৎ মুখোপাধ্যায় ৷ প্রণব মুখোপাধ্যায়ের-পুত্র অভিজিৎ বর্তমানে তৃণমূলে রয়েছেন ৷ কংগ্রেসের অস্তিত্ব নেই, এমন মন্তব্য করে 'হাত' ছেড়ে ঘাসফুল শিবিরের পতাকা হাতে নিয়েছিলেন তিনি ৷ সেই অভিজিৎ মুখোপাধ্যায় এদিন কংগ্রেসের নির্বাচন নিয়ে টুইট করায় শুরু হয়েছে জল্পনা ৷ তিনি কংগ্রেসে আছেন নাকি তৃণমূলে, এই প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে ৷
সোমবার তৃণমূল নেতা অভিজিৎ মুখোপাধ্যায়য়ের টুইট অস্বস্তি বাড়িয়েছে ঘাসফুল শিবিরের (Abhijit Mukherjee tweets on Congress President Election)। কারণ তৃণমূলে বসেই তিনি কংগ্রেসের সভাপতি নির্বাচনের পদপ্রার্থী মল্লিকার্জুন খাড়্গেকে সমর্থন জানিয়ে বসেছেন । আর এরপরেই রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে তবে কি এবার ঘাসফুল ছেড়ে আবার 125 বছরের পুরনো রাজনৈতিক দল কংগ্রেসে ফিরতে চলেছেন প্রণব পুত্র ।
টুইটে তিনি লিখেছেন, "কংগ্রেসের প্রত্যেক ভোটারকে আবেদন করছি খাড়গেজিকে নির্বাচিত করুন । আমি নিশ্চিত দায়িত্ব গ্রহণের পর তিনি দলকে ঐক্যবদ্ধ করতে ও ভারতের গণতন্ত্রকে রক্ষা করতে পদক্ষেপ করবেন ৷" অভিজিৎ মুখোপাধ্যায়ের (Abhijit Mukherjee) এই টুইট প্রকাশ্যে আসার পর খুব স্বাভাবিকভাবেই শাসক দলের অন্দরে প্রশ্ন উঠতে শুরু করে তাহলে কি তৃণমূল কংগ্রেস ছাড়তে চলেছেন দেশের প্রাক্তন রাষ্ট্রপতির পুত্র ?