পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Cong Prez Poll: কংগ্রেসের সভাপতি নির্বাচন নিয়ে টুইট প্রণব-পুত্র অভিজিতের, বাড়ছে জল্পনা - প্রণব পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়

সোমবার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে কংগ্রেসের সভাপতি পদের জন্য (Congress President Election) ৷ এই নির্বাচন নিয়ে টুইট করেছেন তৃণমূল নেতা অভিজিৎ মুখোপাধ্যায় (Abhijit Mukherjee tweets on Congress President Election) ৷

Etv Bharat
Cong Prez Poll

By

Published : Oct 17, 2022, 6:25 PM IST

Updated : Oct 17, 2022, 6:49 PM IST

কলকাতা, 17 অক্টোবর: সভাপতি নির্বাচনের জন্য সোমবারই ভোটগ্রহণ পর্ব অনুষ্ঠিত হয়েছে দেশের শতাব্দীপ্রাচীন রাজনৈতিক দল কংগ্রেসে (Congress President Election) ৷ আর নির্বাচন পর্বের মাঝেই কংগ্রেসের সভাপতি হওয়ার দৌড়ে থাকা মল্লিকার্জুন খাড়গের সমর্থনে টুইট করলেন অভিজিৎ মুখোপাধ্যায় ৷ প্রণব মুখোপাধ্যায়ের-পুত্র অভিজিৎ বর্তমানে তৃণমূলে রয়েছেন ৷ কংগ্রেসের অস্তিত্ব নেই, এমন মন্তব্য করে 'হাত' ছেড়ে ঘাসফুল শিবিরের পতাকা হাতে নিয়েছিলেন তিনি ৷ সেই অভিজিৎ মুখোপাধ্যায় এদিন কংগ্রেসের নির্বাচন নিয়ে টুইট করায় শুরু হয়েছে জল্পনা ৷ তিনি কংগ্রেসে আছেন নাকি তৃণমূলে, এই প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে ৷

সোমবার তৃণমূল নেতা অভিজিৎ মুখোপাধ্যায়য়ের টুইট অস্বস্তি বাড়িয়েছে ঘাসফুল শিবিরের (Abhijit Mukherjee tweets on Congress President Election)। কারণ তৃণমূলে বসেই তিনি কংগ্রেসের সভাপতি নির্বাচনের পদপ্রার্থী মল্লিকার্জুন খাড়্গেকে সমর্থন জানিয়ে বসেছেন । আর এরপরেই রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে তবে কি এবার ঘাসফুল ছেড়ে আবার 125 বছরের পুরনো রাজনৈতিক দল কংগ্রেসে ফিরতে চলেছেন প্রণব পুত্র ।

টুইটে তিনি লিখেছেন, "কংগ্রেসের প্রত্যেক ভোটারকে আবেদন করছি খাড়গেজিকে নির্বাচিত করুন । আমি নিশ্চিত দায়িত্ব গ্রহণের পর তিনি দলকে ঐক্যবদ্ধ করতে ও ভারতের গণতন্ত্রকে রক্ষা করতে পদক্ষেপ করবেন ৷" অভিজিৎ মুখোপাধ্যায়ের (Abhijit Mukherjee) এই টুইট প্রকাশ্যে আসার পর খুব স্বাভাবিকভাবেই শাসক দলের অন্দরে প্রশ্ন উঠতে শুরু করে তাহলে কি তৃণমূল কংগ্রেস ছাড়তে চলেছেন দেশের প্রাক্তন রাষ্ট্রপতির পুত্র ?

রাজনৈতিকভাবে এবারের কংগ্রেসের সভাপতি নির্বাচন যথেষ্ট গুরুত্বপূর্ণ। কারণ এই প্রথম গান্ধি পরিবারের কোনও সদস্যকে ছাড়াই এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এর মাধ্যমেই বেছে নেওয়া হবে দলের সভাপতি পদে সোনিয়া গান্ধির উত্তরসূরিকে ৷ স্বাভাবিকভাবেই এই নির্বাচনের দিকে চোখ রয়েছে সকলের ৷ কিন্তু এরমধ্যেই প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের পুত্রের এই টুইট খুব স্বাভাবিকভাবেই বিতর্কের জন্ম দিয়েছে ।

আরও পড়ুন: দীর্ঘ সময় এই দিনটার অপেক্ষায় ছিলাম, কংগ্রেস সভাপতি বাছতে প্রিয়াঙ্কাকে নিয়ে ভোটদান সোনিয়ার

যদিও গোটা ঘটনাকে সেভাবে আমল দিতে রাজি নয় তৃণমূল কংগ্রেস। এই প্রসঙ্গে তৃণমূল সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, "আজকে যারা তৃণমূল কংগ্রেসে রয়েছেন তাঁদের একটা বড় অংশের নেতাদের কংগ্রেস নিয়ে একটা আলাদা ভাবনা রয়েছে । তাদের আবেগকে দল সমর্থন করে আর সেই জায়গা থেকেই হয়তো এই টুইট। যারা বলছেন অভিজিৎকে নিয়ে অস্বস্তিতে আছে তৃণমূল তাদের একটা কথা বলতে চাই, অভিজিৎ মুখোপাধ্যায়কে নিয়ে তৃণমূল কংগ্রেসে কোনও অস্বস্তি নেই । তিনি তৃণমূলে ছিলেন তৃণমূলেই আছেন ।" অন্যদিকে, তৃণমূল মুখপাত্র শান্তনু সেন বলেন, "দীর্ঘদিন কংগ্রেসে ছিলেন অভিজিৎ মুখোপাধ্যায় । সেখান থেকে এই ধরনের টুইট তিনি করতেই পারেন । এই নিয়ে অন্তত কোনও জল্পনার মানে হয় না ।" তবে এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি প্রণব-পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়ের ৷

Last Updated : Oct 17, 2022, 6:49 PM IST

ABOUT THE AUTHOR

...view details