পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Special Metro Services for ISL: আইএসএলের জন্য সল্টলেক স্টেডিয়াম-শিয়ালদা বিশেষ মেট্রো পরিষেবা - আইএসএল

Special Metro Services for ISL Match: আইএসএল ম্যাচের জন্য একজোড়া অতিরিক্ত মেট্রো পরিষেবা দিচ্ছে কলকাতা মেট্রো রেল ৷ শনিবার মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক এ কথা জানিয়েছেন ৷

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Sep 23, 2023, 5:25 PM IST

Updated : Sep 23, 2023, 5:34 PM IST

সল্টলেক, 23 সেপ্টেম্বর: আইএসএল ম্যাচের জন্য সল্টলেট স্টেডিয়াম থেকে শিয়ালদা স্টেশন পর্যন্ত বিশেষ মেট্রো পরিষেবা দেবে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ ৷ ম্যাচ শেষের পর দু’টি বিশেষ মেট্রো পরিষেবা দেওয়া হবে বলে জানিয়েছে ইস্ট-ওয়েস্ট মেট্রো কর্তৃপক্ষ ৷ যার প্রথমটি রাত 10টার সময় সল্টলেক স্টেডিয়াম থেকে ছাড়বে ৷ আর দ্বিতীয় মেট্রোটি ছাড়বে রাত 10টা 10 মিনিটে ৷ ফুলবাগান মেট্রো স্টেশনেও সেই মেট্রো থামবে বলে জানিয়েছেন কলকাতা মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র ৷

আজ যুবভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগান সুপার জায়ান্টারে মুখোমুখি হচ্ছে পঞ্জাব ফুটবল ক্লাব ৷ আইএসএল-এর এই ম্যাচের জন্য মোহনবাগান কর্তৃপক্ষ বিশেষ মেট্রো পরিষেবা দেওয়ার আবেদন জানিয়েছিল ৷ আবেদন গিয়েছিল ইস্টবেঙ্গলের তরফেও ৷ তারপরেই শুক্রবার মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছে, রাতে ম্যাচ শেষে রাত 10টা ও 10টা বেজে 10 মিনিটে দু’টি বিশেষ মেট্রো চালাবে কর্তৃপক্ষ ৷ দু’টি মেট্রোই সল্টলেক স্টেডিয়াম থেকে শিয়ালদা পর্যন্ত চলবে ৷

আজ যুবভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগান সুপার জায়ান্টারে মুখোমুখি হচ্ছে পঞ্জাব এফসি'র ৷ আইএসএলের এই ম্যাচের জন্য মোহনবাগান দলের তরফে কোচ এবং ফুটবলাররা বিশেষ মেট্রো পরিষেবা দেওয়ার আবেদন জানিয়েছিলেন ৷ তারপরেই আজ মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছে, রাতে ম্যাচ শেষে রাত 10টা ও 10টা বেজে 10 মিনিটে দু’টি বিশেষ মেট্রো চালাবে কর্তৃপক্ষ ৷ দু’টি মেট্রোই সল্টলেক স্টেডিয়াম থেকে শিয়ালদা পর্যন্ত চলবে ৷ প্রথম মেট্রোটি 10টা 7 মিনিটে শিয়ালদা পৌঁছবে ৷ আর দ্বিতীয় মেট্রোটি শিয়ালদা পৌঁছবে রাত 10টা 17 মিনিটে ৷

সল্টলেক স্টেডিয়াম-শিয়ালদা স্টেশন পর্যন্ত বিশেষ মেট্রো

আরও পড়ুন:আইএসএলে সমর্থকদের সুবিধার্থে বাড়তি বাস-মেট্রো চালানোর আবেদন মোহনবাগানের

শনিবার রাত 8টায় সল্টলেক যুবভারতী ক্রীড়াঙ্গনের মাঠে আইএসএল অভিযান শুরু করছে সবুজ-মেরুন ব্রিগেড ৷ প্রতিপক্ষ আইলিগ চ্যাম্পিয়ন হয়ে আইএসএলে প্রবেশ করা পঞ্জাব এফসি ৷ ইতিমধ্যে ডুরান্ড কাপ জয় দিয়ে মরশুম শুরু করেছে মোহনবাগান ৷ এএফসি কাপে ওড়িশা এফসি'র মতো শক্তিশালী দলকে চার গোলে উড়িয়ে দিয়েছেন হুগো বুমোস, পেত্রাতোসরা ৷ ফলে আইএসএলের প্রথম ম্যাচ ঘিরে সমর্থকদের আগ্রহ তুঙ্গে ৷

তবে, সমস্যা তৈরি হয় আইএসএল ম্যাচ শুরুর সময় নিয়ে ৷ রাত 8টায় ম্যাচ শুরু হবে ৷ শেষ হবে রাত পৌনে 10টা নাগাদ ৷ ওই সময় যুবভারতী ক্রীড়াঙ্গন থেকে বেরিয়ে সমর্থকদের বাড়ি ফিরতে বাস বা অটো পাওয়া কঠিন ৷ তাই সমর্থকদের কথা চিন্তা করে মোহনবাগান ক্লাব মেট্রো রেল কর্তৃপক্ষের কাছে বিশেষ অনুরোধ করেছিলেন জুয়ান ফেরান্দো এবং লিস্টন কোলাসোরা ৷ সেই আবেদনে সাড়া দিল কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ ৷

Last Updated : Sep 23, 2023, 5:34 PM IST

ABOUT THE AUTHOR

...view details