কলকাতা, 6 নভেম্বর : রাতের শহরে বড়সড় দুর্ঘটনা । আলিপুর সংশোধনাগারের সামনে বস্তিতে ভেঙে পড়ল একটি হাইড্রোলিক ক্রেন । তার জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে বস্তির একটি বাড়ি এবং মন্দির । বস্তির সেই বাড়ি ভেঙে আহত হয়েছে পাঁচজন । তাঁদের SSKM হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে । সেখানেই তাঁদের চিকিৎসা চলছে ।
আলিপুরের বস্তিতে ভেঙে পড়ল হাইড্রোলিক ক্রেন, আহত 5 - হাইড্রোলিক ক্রেন
আলিপুর সংশোধনাগারের পাশেই একটি সরকারি প্রকল্পের কাজ চলছে । সেখানে লাগানো হয়েছিল লম্বা হাইড্রোলিক ক্রেন । গতরাত আটটা নাগাদ সেটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে কাছেই এক বস্তিতে ।
আলিপুর সংশোধনাগারের পাশেই একটি সরকারি প্রকল্পের কাজ চলছে । সেখানে লাগানো হয়েছিল লম্বা হাইড্রোলিক ক্রেন । গতরাত আটটা নাগাদ সেটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে । ক্রেনটি ভেঙে পড়ে আলিপুর জেলের কাছে একটি বস্তিতে । তার জেরেই এই দুর্ঘটনা ঘটে । আহত পাঁচ জনের মধ্যে একজনের অবস্থা সংকটজনক বলে হাসপাতাল সূত্রে খবর ।
কীভাবে ওই ক্রেন ভেঙে পড়ল তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা । এরপরই বিক্ষোভ দেখান এলাকার বাসিন্দারা । ক্ষোভ সামাল দিতে মোতায়েন করা হয়েছে পুলিশ । ঘটনাস্থানে যান DC সাউথ মিরাজ খালিদ ।