কলকাতা, 11 ডিসেম্বর: দু'মিনিট দেরি হওয়ার দরুণ টেটে বসতে পারলেন না এক ক্যানসার আক্রান্ত পরীক্ষার্থী (A Cancer Affected Candidate Could Not Appear) ৷ পরীক্ষাকেন্দ্রে প্রবেশের অনুমতি দিল না কর্তৃপক্ষ।
ক্যানসার আক্রান্ত পুনম কুমারী মহেশতলার বাসিন্দা। এই নিয়ে তৃতীয়বার প্রাথমিক টেট পরীক্ষায় (TET 2022) অংশ নেওয়ার কথা ছিল তাঁর। তবে দেরি হয়ে যাওয়ার দরুণ আর দেওয়া হল না পরীক্ষা। পর্ষদের পক্ষ থেকে সকাল 9টা থেকে 11টার মধ্যে পরীক্ষাকেন্দ্রে প্রবেশের থেকে কড়া নির্দেশ থাকা সত্ত্বেও বহু পরীক্ষার্থী পরীক্ষাকেন্দ্রে পৌঁছন 11টার পর। পরিবর্তিত পরিস্থিতিতে সিদ্ধান্ত বদল করে পর্ষদ। 11টার বদলে সময় বাড়িয়ে করা হয় 11.45 মিনিট পর্যন্ত। কিন্তু তাতেও কিছু হল না। মহেশতলার বাসিন্দা পুনম কুমারীর সিট পড়েছিল বাগবাজার মাল্টি পারপাস স্কুলে। পরীক্ষাকেন্দ্রে তিনি পৌঁছন 11:47 মিনিটে। দু'মিনিট দেরি হওয়ার দরুণ তাঁকে আর পরীক্ষাকেন্দ্রে প্রবেশের অনুমতি দেয়নি কর্তৃপক্ষ।