কলকাতা, 21 অক্টোবর : কৃষকবন্ধু প্রকল্পে বিপুল সাড়া পেল সরকার । আজ এমন দাবি করলেন কৃষিমন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায় । জানালেন, এই প্রকল্পে প্রথম 8 মাসে 37 লাখেরও বেশি কৃষককে আর্থিক সহায়তা করেছে সরকার । এজন্য খরচ হয়েছে প্রায় 500 কোটি টাকা ।
কৃষকবন্ধু প্রকল্পে কৃষকদের এক একর করে জমি ও পাঁচ হাজার টাকা করে আর্থিক সাহায্য করে রাজ্য সরকার । কোনও কৃষকের মৃত্যু হলে, তাঁর পরিবারকে আর্থিক সাহায্য করা হয় । কৃষি দপ্তরের তথ্য বলছে, 9 সেপ্টেম্বর পর্যন্ত এই প্রকল্পের আওতায় 37 লাখ 74 হাজার 445 জন কৃষককে 478 কোটি 37 লাখ টাকা দেওয়া হয়েছে । এপর্যন্ত রাজ্য সরকারের কাছে মোট আবেদনপত্র জমা পড়েছিল 40 লাখ 22 হাজার 354 । অন্যদিকে, এই প্রকল্পের আওতায় 18-60 বছর বয়সী কোনও কৃষকের মৃত্যু হলে, তাঁর পরিবারকে 2 লাখ টাকা করে সহায়তা করা হয় । এই খাতে এখনও পর্যন্ত 23 কোটি 46 লাখ টাকা দিয়েছে সরকার ।