পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কৃষকবন্ধু প্রকল্পে 37 লাখ চাষিকে 500 কোটির সাহায্য : কৃষিমন্ত্রী - 500 crores granted

প্রথম 8 মাসে 37 লাখেরও বেশি কৃষককে আর্থিক সহায়তা করেছে সরকার । এজন্য খরচ হয়েছে প্রায় 500 কোটি টাকা । আজ এমন দাবি করলেন কৃষিমন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায় ।

ছবি

By

Published : Oct 21, 2019, 11:35 PM IST

কলকাতা, 21 অক্টোবর : কৃষকবন্ধু প্রকল্পে বিপুল সাড়া পেল সরকার । আজ এমন দাবি করলেন কৃষিমন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায় । জানালেন, এই প্রকল্পে প্রথম 8 মাসে 37 লাখেরও বেশি কৃষককে আর্থিক সহায়তা করেছে সরকার । এজন্য খরচ হয়েছে প্রায় 500 কোটি টাকা ।

কৃষকবন্ধু প্রকল্পে কৃষকদের এক একর করে জমি ও পাঁচ হাজার টাকা করে আর্থিক সাহায্য করে রাজ্য সরকার । কোনও কৃষকের মৃত্যু হলে, তাঁর পরিবারকে আর্থিক সাহায্য করা হয় । কৃষি দপ্তরের তথ্য বলছে, 9 সেপ্টেম্বর পর্যন্ত এই প্রকল্পের আওতায় 37 লাখ 74 হাজার 445 জন কৃষককে 478 কোটি 37 লাখ টাকা দেওয়া হয়েছে । এপর্যন্ত রাজ্য সরকারের কাছে মোট আবেদনপত্র জমা পড়েছিল 40 লাখ 22 হাজার 354 । অন্যদিকে, এই প্রকল্পের আওতায় 18-60 বছর বয়সী কোনও কৃষকের মৃত্যু হলে, তাঁর পরিবারকে 2 লাখ টাকা করে সহায়তা করা হয় । এই খাতে এখনও পর্যন্ত 23 কোটি 46 লাখ টাকা দিয়েছে সরকার ।

এপ্রসঙ্গে কৃষিমন্ত্রী বলেন, "কৃষকদের আয় সুনিশ্চিত করতে আমরা 478 কোটি টাকা খরচ করেছি । পাশাপাশি এই প্রকল্পে কৃষকের মৃত্যুতে আর্থিক সহায়তা প্রদান করে খরচ হয়েছে 23 কোটি টাকা । সবমিলিয়ে প্রকল্পে হাজার কোটির মধ্যে এখনও পর্যন্ত 500 কোটিরও বেশি টাকা খরচ করেছি । 40 লাখেরও বেশি কৃষক আবেদন করেছেন । কৃষকদের থেকে ব্যাপক সাড়া পেয়েছি । ইতিমধ্যেই কৃষকদের চেক বিলি করা শুরু হয়েছে ৷"

গতবছরের 31 ডিসেম্বর কৃষকবন্ধু প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । ফেব্রুয়ারিতে একইরকমের প্রকল্প চালু করে কেন্দ্রীয় সরকারও । যে প্রকল্পে কৃষকদের 6 হাজার টাকা করে দেওয়া হয় । যদিও কেন্দ্রের সেই প্রকল্প নেয়নি রাজ্য সরকার । এপ্রসঙ্গে কৃষিমন্ত্রী বলেন, "কৃষকদের জন্য কেন্দ্রীয় প্রকল্প নিইনি আমরা । কারণ আমাদের নিজস্ব প্রকল্প রয়েছে, যাতে উপকৃত হচ্ছে কৃষকরা৷ "

ABOUT THE AUTHOR

...view details