পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

2 বছর ধরে মার্বেল পাথর চুরি, গ্রেপ্তার 5 - stones theft at survey park area

মার্বেল পাথর চুরির ঘটনায় গ্রেপ্তার 5 ৷ আজ পুলিশি হেপাজতের আবেদন জানিয়ে আদালতে পেশ করা হবে ৷

5 arrested for stones theft at survey park area in kolkata
দু'বছর ধরে মার্বেল পাথর চুরি

By

Published : Sep 21, 2020, 3:06 PM IST

কলকাতা, 21 সেপ্টেম্বর : প্রায় বছর দুই ধরে কলকাতার এক গোডাউন থেকে মার্বেল পাথর চুরি যাচ্ছিল বলে অভিযোগ ৷ আজ সেই ঘটনায় 5 জনকে গ্রেপ্তার করে পুলিশ ৷ ধৃতদের নাম মহম্মদ শামিম(42), জ়াফর ইকবাল(32), মহম্মদ সিরাজ(18), মহম্মদ পাপ্পু(18) এবং সন্দীপ তিওয়ারি(20) ৷ ধৃতরা প্রত্যেকেই লেকটাউন এলাকার বাসিন্দা ৷

প্রাথমিকভাবে গোডাউনের মালিক বুঝতে পারেননি ৷ কিন্তু ইদানীংকালে চুরির পরিমাণ বেড়ে যায় ৷ চুরি যেতে থাকে একের পর এক মার্বেল পাথরের স্ল্যাব ৷ তাঁর সন্দেহ হতে শুরু করে ৷ গতকালই মালিক সার্ভে পার্ক থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ৷

অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ ৷ অভিযোগ, 18/2 কালিকাপুর রোডে মার্বেল পাথরের গোডাউন ৷ ওই গোডাউন থেকে বিগত 2 বছর ধরে চুরি করে যাচ্ছিল অভিযুক্তরা ৷ গতকাল একটানা নজরদারি চালায় ৷ আজ ভোরের দিকে গোডাউনের নিকটে একটি গাড়ি থামাতে দেখে পুলিশ ৷ সন্দেহজনক কয়েকজনকে গোডাউনে ঢুকতে দেখে ৷ পরে পুলিশ 5 জনকে পাকড়াও করে ৷

আজই ধৃতদের আলিপুর আদালতে তোলা হবে ৷ পুলিশি হেপাজতের আবেদন জানানো হবে বলে জানিয়েছেন DC ED গৌরব লাল ৷

ABOUT THE AUTHOR

...view details