পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Narada Scam : ব্যাঙ্কশাল কোর্টে নিয়মমাফিক হাজিরা নারদ কাণ্ডে অভিযুক্ত চার নেতা-মন্ত্রীর - 4 heavyweights who are accused in the Narada scam appeared in the Bankshall Court

নারদ মামলায় ( Narada Scam ) চার অভিযুক্ত আজ সকালে দশ মিনিটের জন্য ব্যাঙ্কশাল কোর্টে নিয়মমাফিক হাজিরা দিতে যান ৷ অন্যদিকে শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে ছিলেন তাঁর বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায় ৷

নিয়মমাফিক হাজিরা নারদ কাণ্ডে অভিযুক্ত চার নেতা-মন্ত্রীর
নিয়মমাফিক হাজিরা নারদ কাণ্ডে অভিযুক্ত চার নেতা-মন্ত্রীর

By

Published : Jun 4, 2021, 4:09 PM IST

কলকাতা, 4 জুন : নিয়ন মেনেই আজ সকালে কলকাতার ব্যাঙ্কশাল কোর্টে হাজিরা দিলেন নারদ কাণ্ডে অভিযুক্ত মন্ত্রী এবং বিধায়ক ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায় এবং মদন মিত্র এবং কলকাতার প্রাক্তন মহানাগরিক শোভন চট্টোপাধ্যায় । একদমই নিয়মমাফিক এদিনের হাজিরা ছিল । মাত্র দশ মিনিটের জন্য শনিবার সকালে এই চার নেতা এবং মন্ত্রী ব্যাঙ্কশাল কোর্টে আসেন । তাঁরা আদালত চত্বরে পৌঁছান সকাল ১০.৪০ মিনিটে এবং বেরিয়ে যান ১০.৫০ মিনিটে । এদিন শোভনবাবুর সঙ্গে এসেছিলেন তাঁর বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায় ।

অভিযুক্ত পক্ষের এক আইনজীবী জানান , আদালতের নির্দেশই এই চার নেতা-মন্ত্রী আজ সকালে ব্যাঙ্কশাল কোর্টে হাজিরা দিলেন । তাঁর ব্যাখ্যা, আদালতের আদেশ অনুসারে এই চারজন আপাতত শর্তসাপেক্ষ জামিনে মুক্ত ৷ আর এই জামিনের অন্যতম নিয়ম হল নিয়মিত আদালতে হাজিরা দেওয়া ৷ তাই আজ সকালে ব্যাঙ্কশাল কোর্টে এই চার নেতা মন্ত্রীর হাজিরা দিতে আসেন ৷

আরও পড়ুন : আলাপনের উত্তর পরীক্ষা করে পরবর্তী পদক্ষেপের সিদ্ধান্ত, বলছে কেন্দ্র

প্রসঙ্গত, ১৭ মে নারদ মামলায় ( Narada Scam ) সিবিআই গ্রেফতার করে এই চার নেতা-মন্ত্রীকে । সেদিন বিকালেই কলকাতার এক নিম্ন আদালত চারজনেরই জামিন মঞ্জুর করে । কিন্তু তার কিছুক্ষণ পরেই কলকাতা হাইকোর্টের নির্দেশে জামিন নামঞ্জুর হয়ে যায় । সুব্রতবাবু, শোভনবাবু এবং মদনবাবু অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন । কিন্তু হিরহাদ হাকিম জেল হাসপাতালেই থাকেন । প্রথমে আদালত তাঁদের গৃহবন্দী থাকার নির্দেশ দেন । তারপরে অবশেষে শর্তসাপেক্ষ জামিন মঞ্জুর হয় চার অভিযুক্তর ।

ABOUT THE AUTHOR

...view details