পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Byelection 2022: অগস্টে বনগাঁ ও আসানসোল পৌরসভার দুটি ওর্য়াডের উপনির্বাচন

আগামী 21 অগস্ট রাজ্যে আবারও ভোট। এবার উপনির্বাচন হবে পশ্চিম আসানসোল ও উত্তর 24 পরগনায়। বৃহস্পতিবার বিজ্ঞপ্তি প্রকাশ করে এমনটাই জানাল রাজ্য নির্বাচন কমিশন (21 August Byelections Will be Held in Bangaon and Asansol) ।

Byelection 2022
21 অগস্ট বনগাঁ ও আসানসোলে উপনির্বাচন

By

Published : Jul 28, 2022, 4:30 PM IST

কলকাতা, 28 জুলাই: আগামী মাসেই হচ্ছে বনগাঁ ও আসানসোলে পৌরসভার উপনির্বাচন ৷ বিজ্ঞপ্তি জারি করল রাজ্য নির্বাচন কমিশন (21 August Byelections Will be Held in Bangaon and Asansol) ৷ 26 অগস্টের মধ্যে শেষ করতে হবে উপনির্বাচনের প্রক্রিয়া। আগামী 21 অগস্ট পশ্চিম বর্ধমানের আসানসোল মিউনিসিপ্যালটি এবং উত্তর 24 পরগনার বনগাঁ মিউনিসিপালিটিতে উপনির্বাচন হতে চলেছে।

আসানসোলের 6 নম্বর ওয়ার্ড এবং বনগাঁর 14 নম্বর ওয়ার্ডের পুনরায় ভোটাভুটি হবে। আসানসোলে মোট পোলিং স্টেশনের সংখ্যা থাকছে 12টি ও পোলিং প্রেমিসেস থাকছে 6টি। পাশাপাশি বনগাঁ মিউনিসিপালিটিতে মোট পোলিং স্টেশনের সংখ্যা থাকছে 6টি এবং প্রেমিসেসের সংখ্যা থাকছে 2টি। আসানসোলে ওই ওয়ার্ডের মোট ভোটারের সংখ্যা 10 হাজার 6 জন। বনগাঁর ওই ওয়ার্ডের ভোটার সংখ্যা 4 হাজার 776 জন। অন্যদিকে, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আগামী মাসের 3 তারিখ। মনোনয়নপত্র স্কুটিনি হবে 4 অগস্ট। প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন 6 অগস্ট।

আরও পড়ুন:আসানসোল পৌরনিগমের মেয়র উপনির্বাচনে দেওয়াল লিখন শুরু জামুড়িয়ায়

ABOUT THE AUTHOR

...view details