পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রাজ্যে দৈনিক সংক্রমণের গ্রাফ নিম্নমুখী, একদিনে আক্রান্ত 201 - স্বাস্থ্য দপ্তরের সর্বশেষ করোনা বুলেটিন

রাজ্যে করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে, তা প্রকাশ পেল রাজ্য স্বাস্থ্য দপ্তরের সর্বশেষ বুলেটিনে । দৈনিক আক্রান্তের সংখ্যা 201 জন । দৈনিক মৃতের সংখ্যাও কমেছে আগের তুলনায়, গত 24 ঘণ্টায় 7 জনের মৃত্যু হয়েছে । গতকাল 9 জনের মৃত্যু হয় ।

WEST BENGAL
WEST BENGAL

By

Published : Feb 3, 2021, 9:57 PM IST

কলকাতা, 3 ফেব্রুয়ারি : দৈনিক সংক্রমণের নিরিখে রাজ্যে করোনার গ্রাফ আজ অনেকটাই নিম্নমুখী। গত 24 ঘণ্টায় রাজ্যে 201 জন আক্রান্ত হয়েছে । গতকাল আক্রান্তের সংখ্যা ছিল 203 ৷ এই নিয়ে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 5 লাখ 70 হাজার 581 ।

24 ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 7 জনের । গতকাল মৃতের সংখ্যা ছিল 9 । রাজ্যে এখনও পর্যন্ত মোট 10 হাজার 195 জনের মৃত্যু হয়েছে । একদিনে সুস্থ হয়ে উঠেছে 303 জন । এখনও পর্যন্ত সুস্থ হয়ে উঠেছে 5 লাখ 55 হাজার 190 জন ।

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, 24 ঘণ্টায় 21 হাজার 812টি নমুনার পরীক্ষা করা হয়েছে । এপর্যন্ত 80 লাখ 58 হাজার 141 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে ।

আরও পড়ুন : দেশে অল্প বাড়ল দৈনিক সংক্রমণ

দৈনিক সংক্রমণের নিরিখে শীর্ষে রয়েছে উত্তর 24 পরগনা । একদিনে আক্রান্ত 53 জন । মোট আক্রান্তের সংখ্যা 1 লাখ 21 হাজার 817 । এরপরই রয়েছে কলকাতা, শেষ 24 ঘণ্টায় নতুন করে 31 জন আক্রান্ত হয়েছে । এই জেলায় মোট আক্রান্ত 1 লাখ 27 হাজার 875 জন ।

ABOUT THE AUTHOR

...view details