কলকাতা, 1 মে : এই অতিমারী এবং করোনার দ্বিতীয় ঢেউয়ের কালে সাধারণ মানুষের ভরসা চিকিৎসকেরা । কিন্তু করোনার প্রকোপ তাঁদের উপরও ভয়ঙ্করভাবে । ওই অতিমারী কেড়ে নিল পশ্চিমবঙ্গের আরও দুই চিকিৎসকের প্রাণ ।
এই দুজনের মধ্যে একজন হলেন বিশিষ্ট কর্কটরোগ বিষেশজ্ঞ জি এস ভট্টাচার্য । করোনা আক্রান্ত হয়ে সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে তিনি চিকিৎসাধীন ছিলেন । কিন্তু শেষ রক্ষা হল না । শেষ পর্যন্ত শনিবার তিনি তাঁর শেষ নিশ্বাস ত্যাগ করেন । অপর প্রয়াত চিকিৎসক হলেন অলোক মুখোপাধ্যায় । তিনি আসানসোল জেলা হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের সঙ্গে যুক্ত ছিলেন ।