পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

করোনা কাড়ল রাজ্যের আরও দুই চিকিৎসকের প্রাণ - করোনায় চিকিৎসকের মৃত্যু

আরও দু'জন চিকিৎসকের মৃত্যু হল করোনায় ৷ সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে প্রাণ হারান বিশিষ্ট কর্কটরোগ বিষেশজ্ঞ জি এস ভট্টাচার্য ৷ দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে প্রাণ হারান চিকিৎসক অলোক মুখোপাধ্যায় ৷

COVID 19
ছবি

By

Published : May 1, 2021, 5:05 PM IST

কলকাতা, 1 মে : এই অতিমারী এবং করোনার দ্বিতীয় ঢেউয়ের কালে সাধারণ মানুষের ভরসা চিকিৎসকেরা । কিন্তু করোনার প্রকোপ তাঁদের উপরও ভয়ঙ্করভাবে । ওই অতিমারী কেড়ে নিল পশ্চিমবঙ্গের আরও দুই চিকিৎসকের প্রাণ ।

এই দুজনের মধ্যে একজন হলেন বিশিষ্ট কর্কটরোগ বিষেশজ্ঞ জি এস ভট্টাচার্য । করোনা আক্রান্ত হয়ে সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে তিনি চিকিৎসাধীন ছিলেন । কিন্তু শেষ রক্ষা হল না । শেষ পর্যন্ত শনিবার তিনি তাঁর শেষ নিশ্বাস ত্যাগ করেন । অপর প্রয়াত চিকিৎসক হলেন অলোক মুখোপাধ্যায় । তিনি আসানসোল জেলা হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের সঙ্গে যুক্ত ছিলেন ।

আরও পড়ুন : করোনা ঠেকাতে ভারতে সম্পূর্ণ লকডাউনের পরামর্শ জো বাইডেনের স্বাস্থ্য় পরামর্শদাতার

ক্যান্সার রোগ বিশেষজ্ঞ জি এস ভট্টাচার্য করোনা আক্রান্ত হয়ে সল্টলেকের ওই বেসরকারি হাসপাতালের ভেন্টিলেশনে ছিলেন । কয়েকদিন আগেই তাঁর করোনা রিপোর্ট পজ়িটিভ আসে । অন্যদিকে অলোক মুখোপাধ্যায়কে প্রথমে ভর্তি করা হয়েছিল আসানসোল জেলা হাসপাতালেই । কিন্তু পরে অবস্থার আরও অবনতি হয় তাঁর। তখন তাঁকে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয় । সেখানেই শনিবার মৃত্যু হয় তাঁর।

ABOUT THE AUTHOR

...view details