গত 24 ঘণ্টায় রাজ্যে কোরোনায় সংক্রমিত হয়েছে 1894 জন । একদিনে আক্রান্তের নিরিখে এটিই সর্বোচ্চ । মৃত্যু হয়েছে 26 জনের । যা নিয়ে রাজ্যে মোট মৃত্যু দাঁড়াল 1049 ।
রাজ্যে 24 ঘণ্টায় সংক্রমিত 1894 জন - westbengal
07:10 July 18
কলকাতা, 18 জুলাই : সময় যত এগোচ্ছে রাজ্যের কোরোনা পরিস্থিতি তত জটিল হচ্ছে । প্রতিনিয়ত বেড়ে চলেছে আক্রান্ত ও মৃতের সংখ্যা । এই পরিস্থিতিতে আজ কেমন রাজ্যের ছবি?
07:10 July 18
শিলিগুড়িতে কোরোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বর্ষীয়ান কংগ্রেস নেতা উদয় দুবের ৷
07:10 July 18
দক্ষিণ দিনাজপুরে একদিনে কোরোনায় আক্রান্ত 89 জন । জেলায় মোট কোরোনায় আক্রান্ত 552 জন ৷
07:10 July 18
কোরোনা পরিস্থিতিতে শিলিগুড়ির বেসরকারি স্কুলগুলির ফি মকুবের দাবিতে অভিভাবকদের নিয়ে জেলাশাসকের কাছে স্মারকলিপি জমা দিল SFI ৷
07:10 July 18
বারাসতে কোরোনায় আক্রান্ত হয়ে 33 বছরের এক যুবকের মৃত্যু হল ।
06:34 July 18
মুর্শিদাবাদের নতুন করে কোরোনায় আক্রান্ত 15 জন । এখনও পর্যন্ত জেলায় মোট আক্রান্ত 288 জন ৷