পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কোরোনায় মৃত্যু নোদাখালি থানার IC-র

কোরোনায় মৃত্যু হল আরও এক পুলিশকর্মীর ৷ নোদাখালি থানার IC ছিলেন তিনি ৷ তাঁর মৃত্যুতে শোকাহত নোদাখালির পুলিশমহল ৷

কোরোনায় মৃত্যু নোদাখালী থানার আইসির
কোরোনায় মৃত্যু নোদাখালী থানার আইসির

By

Published : Oct 29, 2020, 11:56 AM IST

কলকাতা, 29 অক্টোবর : ফের কোরোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল আরও এক পুলিশ আধিকারিকের ৷ নাম অনিন্দ্য বসু ৷ বেশ কয়েকদিন ধরে কোরোনায় আক্রান্ত পুলিশ আধিকারিকদের মৃত্যুর খবর সামনে আসছে ৷ শোকের ছায়া নেমেছে পুলিশ মহলে ৷

অনিন্দ্য বসু ছিলেন ডায়মন্ড হারবার পুলিশ জেলার কলকাতা লাগোয়া নোদাখালি থানার IC ৷ লকডাউনে তাঁকে মাঝে মধ্যেই নোদাখালি এলাকার বিভিন্ন অলিগলিতে নজরদারি চালাতে দেখা গেছে ৷ বিপন্নদের পাশে দাঁড়াতে দেখা গেছে ৷ একেবারে সামনের সারিতে দাঁড়িয়ে তিনি কোরোনার বিরুদ্ধে লড়াই চালাচ্ছিলেন ৷

চলতি মাসে তিনি অসুস্থ হয়ে পড়েন ৷ শরীরে কোরোনার উপসর্গ দেখা দেয় ৷ নমুনা পরীক্ষার পর রিপোর্ট পজ়িটিভ আসে ৷ শারীরিক অবনতির কারণে তাঁকে দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভরতি করা হয় ৷ প্রথম দিকে চিকিৎসায় সাড়া মিললেও পরে তাঁর শ্বাসকষ্ট শুরু হয় ৷

হঠাৎ করে অনিন্দ্যের শারীরিক অবনতি হতে শুরু করে ৷ তাঁকে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয় ৷ তারপরেও শেষ রক্ষা হল না ৷ আজ ভোররাতে তাঁর মৃত্যু হয় ৷ খবর পৌঁছায় নোদাখালিতে ৷ পরিবার ও সহকর্মীদের সূত্রে জানা যায়, তিনি কর্তব্যপরায়ণ পুলিশ অফিসার ছিলেন ৷ নিজেকে নানা সামাজিক কাজে জড়িয়ে রাখতেন ৷ পাশাপাশি গিটার বাজাতেন ৷ ছবি তুলতে ভালোবাসতেন ৷

গতকালই কোরোনায় মৃত্যু হয়েছে কলকাতা পুলিশের সঞ্জয় সিংহ নামে এক পুলিশ ইন্সপেক্টরের ৷ তিনি কলকাতা আর্মড পুলিশের তৃতীয় ব্যাটেলিয়ানে কর্মরত ছিলেন ৷ 21 অক্টোবর কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর হারাধন দাস কোরোনায় আক্রান্ত হয়ে মারা যান ৷ তিনি সার্ভে পার্ক থানায় কর্তব্যরত ছিলেন ৷

ABOUT THE AUTHOR

...view details