দার্জিলিং, 3 মে : তৃণমূল কংগ্রেস সমর্থিত নির্দল প্রার্থী বিনয় তামাঙয়ের বিরুদ্ধে প্রার্থী হওয়ার মাশুল । দল থেকে ছ'বছরের জন্য বহিষ্কার করা হল পাহাড় মহিলা তৃণমূল কংগ্রেস শাখা নেত্রী সারদা সুব্বা রাইকে । আজ দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের পর্যবেক্ষক অরূপ বিশ্বাসের সই করা এক প্রেস বিবৃতিতে একথা জানানো হয় ।
বিধানসভা উপ নির্বাচনে দার্জিলিং কেন্দ্রে নির্দল প্রার্থী হিসেবে মঙ্গলবার মনোনয়ন পত্র জমা দেন সারদা । তৃণমূল সমর্থিত মোর্চার বিনয়পন্থী জোটের প্রার্থীর বিরুদ্ধে এই পদক্ষেপ নেন তিনি । মনোনয়ন পত্র জমা দিয়ে সেদিন সারদা বলেন, "পাহাড়ে শিক্ষক নিয়োগ নিয়ে অনিয়ম চলছে । ভলান্টিয়র শিক্ষকরা ভুয়ো কাগজ তৈরি করে শিক্ষক হিসেবে চাকরিতে যোগ দিচ্ছেন । মোর্চার বিনয়পন্থী গোষ্ঠীর কর্মী-সমর্থকরা বিভিন্ন কাজে বাড়তি সুবিধা পাচ্ছে । এভাবে চলতে পারে না ।"